বলিউডে একের পর মৃত্যুর সংবাদে ভারি হয়ে উঠেছে শোবিজ অঙ্গন। গোবর্ধন আসরানি থেকে পঙ্কজ ধীর, সতীশ শাহর আকস্মিক মৃত্যুর রেশ কাটতে না কাটতে জানা গেল সড়ক দুর্ঘটনায় বাবাকে হারিয়েছেন ‘পবিত্র রিশতা’ খ্যাত অভিনেত্রী প্রার্থনা বেহেরে। বাবার মৃত্যুর ১২ দিন পর সামাজিকমাধ্যমে অনুরাগীদের জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
অভিনেত্রীর বাবার একটি সাদা-কালো ছবি শেয়ার করেন তিনি লিখেছেন, ‘আমার বাবা ১৪ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বাবা, তুমি চলে যাওয়ার পর জীবন যেন থমকে গেছে। তোমার হাসি এখনও কানে বাজে, তোমার আত্মবিশ্বাস আমাদের মনে শক্তি জোগায়। তোমার জীবন থেকে আমরা শিখেছি সুখ জীবনের কোনো পরিস্থিতি নয়, এটা এক ধরনের মনোভাব। তোমার সততা, সমাজসেবা ও মানুষের প্রতি ভালোবাসা আমাদের মানবতার প্রকৃত মূল্য শিখিয়েছে। তুমি আমাদের শিখিয়েছ অন্যকে সাহায্যের মধ্যেই জীবনের প্রকৃত শান্তি লুকিয়ে রয়েছে। আজ তুমি আমাদের সঙ্গে না থাকলেও তোমার কণ্ঠস্বরও গান আমাদের শক্তি জোগায়।’
প্রার্থনা যোগ করেন, ‘আজও আমি সেই কাজটাই করছি যা দেখে তুমি গর্বিত হতে। এখন থেকে আরও বেশি পরিশ্রম করব। তুমি যেখানেই থাকো তোমার প্রতি শ্রদ্ধা জানায়। আমি চোখের জল লুকিয়ে রাখব কারণ, তুমি কখনও আমার কান্না দেখতে চাও না। তোমার হাসি আমার মনে চিরস্থায়ী হয়ে আছে। আমি সেই হাসি বজায় রাখার দায়িত্ব নিচ্ছি। চিন্তা করো না, আমি খুব শক্ত মেয়ে। তুমি আমার পাশে না থেকেও। আই লাভ ইউ বাবা, তোমাকে সারাজীবন মিস করব। তোমার তুম্পা।’
অভিনেত্রীর বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শোবিজ তারকা। গত আগস্ট মাসে প্রার্থনা তাঁর ঘনিষ্ঠ বন্ধু প্রিয়া মারাঠেকে হারিয়েছেন। বন্ধুর মৃত্যুর দুই মাস পর বাবাকে হারালেন তিনি।
ইএইচ/

