শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যু, যা বললেন সাদিয়া আয়মান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যু, যা বললেন সাদিয়া আয়মান 
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে। তাতে যোগ দিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। 

আজ রোববার নিজের ফেসবুকে সাদিয়া লিখেছেন, ফেসবুকে ঢুকেই এমন একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেল। সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারও জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তাঁর হেফাজতে রাখুন। 


বিজ্ঞাপন


সাদিয়ার পোস্টের কমেন্টবক্সে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, এই দেশে হাঁটতে হাঁটতেও মানুষ ম'রে যায়। অন্য একজন লিখেছেন, নিউজটি দেখে মন খারাপ হয়ে গেল।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ইন্সটিটিউটের সামনের মেট্রো স্টেশনের পাশের পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড উপর থেকে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর