শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালন সংগীতশিল্পী রতন শাহর ওপর হামলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

লালন সংগীতশিল্পী রতন শাহর ওপর হামলা

কুষ্টিয়া সদর উপজেলার মিললাইন এলাকায় লালন সংগীতশিল্পী রতন শাহের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনরা গণমাধ্যমকে জানায়, গতকাল শুক্রবার রাতে গানের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন রতন। সদর উপজেলার মিললাইন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল চালানো অবস্থায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ছুরিকাঘাত করে দ্রুত তারা পালিয়ে যায়।


বিজ্ঞাপন


পরে স্থানীয়দের সহায়তায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল অন্ধকার থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। 

image

রতনের ওপর হামলায় ঘটনায় কুমারখালী ও মডেল থানা যৌখভাবে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে জেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হোসেন। 


বিজ্ঞাপন


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা হোসেন ইমাম বলেন, আহত অবস্থায় রতন নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। 

এদিকে লালন শিল্পী রতনের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। লালন একাডেমীর নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভবের হাট সংগীত একাডেমীর সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, ‘রতন লালন একাডেমীর একজন নিয়মিত সংগীত শিল্পী। তার ওপর হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।’

Untitled_design(23)

রতন শাহর ওপর হামলার বিচারের দাবি জানিয়েছেন বাউল শাহবুল। এক পোস্টে তিনি লেখেন, ‘লালন একাডেমীর শিল্পী বাউল রতন শাহর ওপর যারা অতর্কিত হামলা করে আহত করেছে তারা যে দলের হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবী জানাচ্ছি। এবং এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর