শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিয়া খলিফার সঙ্গে তুলনা, সেই বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন সামিরা মাহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

মিয়া খলিফার সঙ্গে তুলনা, সেই বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন সামিরা মাহ
সামিরা খান মাহি

মাস দুই আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির একগুচ্ছ ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, মিয়া খলিফার বাংলা ভার্সন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুলেছেন সামিরা। অভিনেত্রী বলেন, ‘ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। এটা অনেক বিতর্কিত একটা ছবি, কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি।’ 


বিজ্ঞাপন


মাহি বলেন, “ভাত লাভার’ নামের একটা নাটক করেছি আমি আর আরশ, সকাল আহমেদের সেটে। আমি যে গ্লাসটা (চশমা) পরে আছি ওটাও সকাল আহমেদের। এই সিনটাতে অফিসের একটা সিন ছিল তখন আমি বলছি, ‘আমার একটা ছবি তুলো তো’।” 

mahi_2

এরপর তিনি যোগ করেন, “আমার কাছে কোনো চশমা ছিল না। আমি আমার ডিরেক্টরকে বললাম, ‘ভাইয়া আপনার চশমাটা একটু দেন তো, একটা ছবি তুলবো’। যখন চশমাটা পরছি তখন আরশ আমাকে বলতেছিল, ‘মাহি, তোমাকে কিন্তু সেই লাগতেছে!’ তখন আমি বললাম, ‘ভাইয়া আমার কয়েকটা ছবি তুলো। আমি বিভিন্ন রকম পোজে ছবি তুলেছি’।”


বিজ্ঞাপন


কটাক্ষের প্রসঙ্গ টেনে মাহি বলেন, ‘পরে দিয়ে যেটা হলো সেটা তো সবাই জানে এটা অনেক কন্ট্রোভার্শিয়াল (বিতর্কিত) একটা টপিক হয়ে গেল। তবে আমি বলতে চাই যে ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিষয় হোক সেটা আমার উদ্দেশ্য ছিল না।’

সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের কোর্টের সঙ্গে চোখে চশমা পরে একটি  অফিসে বসে আছেন। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো প্রকাশ করেছিলেন। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর