শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উইঠা গেল: মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উইঠা গেল: মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

সামজিক মাধ্যমে পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিজীবনও তুলে ধরেন তারকারা। প্রকাশ করেন নিজস্ব সুখ, দুঃখ, ক্ষোভ। এবার অভিনেত্রী মৌসুমী হামিদ দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থার হারানোর কথা জানিয়ে হতাশা প্রকাশ করলেন। 

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন মৌসুমী। সেখানে তার সঙ্গে এক ব্যক্তিকে দেখা গেছে। পোস্ট অনুযায়ী তিনি অভিনেত্রীর চাচা। নিজের ওই পোস্টে মৌসুমী লিখেছেন, ‘সুস্থ মানুষটারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। আত্মার শান্তি কামনা করি কাকু। তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থাকো। আমিও হয়তো শিগগিরই আসতেছি। আমারা একসাথেই আবার চিল করব সুন কাকু।’

568902632_2293387207790981_3482359889877521021_n

সবশেষে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মৌসুমী লিখেছেন, ‘এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উইঠা গেল। চিরতরে।’বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে শোকস্তব্ধ মৌসুমি ঢাকা মেইলকে তিনি বলেন,’এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় আমি নেই। মনটা খুব খারাপ।’

এদিকে অভিনেত্রী মৌসুমীর ওই পোস্টে অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। 

ইএইচ/ আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর