শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শুভ জন্মদিন আমার আদরের রাজকন্যা: শাবনূর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

শুভ জন্মদিন আমার আদরের রাজকন্যা: শাবনুর

ঢালিউড থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন সুপারস্টার শাবনূর। তার বোন ঝুমুরেরও বাস সেখানে। বোনের কন্যাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন শাবনূর। সামাজিক মাধ্যমেও নিজের মেয়ে বলে সম্বোধন করেন। 

জন্মদিনে সামাজিক মাধ্যমে নিয়মিত শুভেচ্ছা জানান বোনের কন্যকে। এবারও ব্যতিক্রম হলো না। ১৪ তে পা দিয়েছে সে। সোশ্যাল মিডিয়ায় খবরটি বেশ আয়োজন করে জানিয়েছেন অভিনেত্রী।


বিজ্ঞাপন


570888468_839957908595147_3462429372528701682_n

নিজের ফেসবুকে জন্মদিন উদযাপনের মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন শাবনূর। সেখানে শাবনূরের বোনের কন্যাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। বোনের মেয়ের পাশে শাবনূরও ধরা দিয়েছেন বিশেষ পোশাকে। জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো গায়ে চাপিয়েছেন তিনি। 

ক্যাপসনে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা। পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য যেন তোমার জীবনে আসে— তোমার জন্মদিনে এই কামনা করি। ভালোবাসা রইলো।’  

মন্তব্যের ঘরে শাবনূরের অনুসারীরাও ভালোবাসা জানিয়েছেন। অনেকে দিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। কেউ লিখেছেন, ‘খালামনির মতোই সুন্দরী।’ কারও কথায়, ‘আপু আপনাকে অসাধারণ লাগছে। ছোট্ট পরীটাকে তো আরও সুন্দর লাগছে।’


বিজ্ঞাপন


571187440_839957891928482_8184208193867426202_n

শাবনূর দোয়া চেয়েছেন বোনের মেয়ের জন্য। মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আমাদের ছোট মামনিটি চোখের পলকে বড় হয়ে যাচ্ছে। সময় কত দ্রুত চলে যায়! সবাই তার জন্য দোয়া করবেন যেনো সে সবসময় সুস্থ, সুখী ও সফল থাকে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর