শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই : চমক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই : চমক
রুকাইয়া জাহান চমক

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস। কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে হাজার হাজার লালন ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল। এবারের তিরোধান দিবসে আংশ নিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। 

লালন সাঁইয়ের তিরোধান দিবসে সাদা শাড়িতে চমকের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো অনুরাগীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। ভক্তরা অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর ভ্লগ ভিডিও’র। 

540679580_1341893927940053_1774163356218058309_n

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে অনুরাগীদের উন্মাদনা আরও উসকে দিলেন চমক। ওই পোস্টে তিনি লেখেন, ‘লালনে যারা আমার অনেক ফটো ভিডিও তুলছো তাদের জন্য বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই। মোবাইলে এমবি আছে তো না কি ওয়াইফাই!’

চমকের পোস্টের পর নেটিজেনরা মন্তব্যের ঘরে নানা প্রশ্ন তুলেছেন। অনেকেই জানতে চেয়েছেন কুষ্টিয়ায় কেন গিয়েছিলেন তিনি। একজন লিখেছেন, ‘লালনের দরবারে আপনার কাজটা কী চমক?’ অন্য একজন লিখেছেন, ‘এমবি-ওয়াইফাই দুটোই আছে’। 

image

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর