শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমার ছেলে আত্মহত্যা করেনি: সালমান শাহর মা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

আমার ছেলে আত্মহত্যা করেনি: সালমান শাহ 

কেননা গতকাল ২০ অক্টোবর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। এতে মৃত্যুর তিন দশক পর ফের আশায় বুক বেঁধেছেন সালমান শাহর অনুরাগীরা। আশাবাদী সালমানের মা নীলা চৌধুরীও। 

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কালকে রায় আমাকে বলে দিয়েছে যে, সালমান শাহ আবার জন্ম নিল! সালমান শাহকে খুন করা হয়েছে— আদালত তা স্বীকার করে নিয়েছে। জান্নাতুল ফেরদৌস যেভাবে এই রায়টি পড়ে শুনালেন, আমি জীবনে এমন দৃশ্য দেখিনি। সকাল ৮টা-৯টা থেকে বিকেল ৩টা-৪টা পর্যন্ত আদালতের ভেতরের পরিবেশটা ছিল অবিশ্বাস্য। আমি অনলাইনে পুরোটা দেখেছি— মনে হচ্ছিল, আমার দম বন্ধ হয়ে আসছে।’


বিজ্ঞাপন


এরপর বলেন, ‘‘রায়ে বলা হয়, ১১-১২টা সিরিঞ্জ (সালমান শাহের বাসায়) পাওয়া গেছে। আমি তখন এক আমেরিকান ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন, ‘একটা মানুষকে যদি ফাঁকা সিরিঞ্জ দিয়ে দু-তিনবার ইনজেকশন দেওয়া হয়, তাহলেও মৃত্যু হতে পারে।’ অথচ ওরা একাধিকবার ব্যবহার করেছিল! তৎকালীন নয় দিন পরে যখন আমরা ঘরে ঢুকি, তখন এসব জিনিস পাই।’’

সালমানের মাতার কথায়, ‘কালকের রায়ের পর আমার মনে হচ্ছে, আমার মাথার অনেক ভার নেমে গেছে। আমার ছেলে আত্মহত্যা করেনি, যেটা সত্য, সেটাই আজ প্রকাশিত হলো।’

এদিকে আদালতের আদেশের পর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমানের মামা চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম। প্রথম আসামী করা হয়েছে সালমানের প্রাক্তন স্ত্রী সামিরাকে। 

অন্য আসামিরা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন। সালমান শাহকে হত্যা মামলায় তার প্রাক্তন স্ত্রীসহ মোট ১১ জনের নাম রয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে হত্যা মামলা করা হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর