শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সিনেমার কাজ ছাড়াও বাপ্পী চলতে পারে’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম

শেয়ার করুন:

‘সিনেমার কাজ ছাড়াও বাপ্পী চলতে পারে’

গেল মাসে দেশ ছাড়েন অভিনেতা বাপ্পী চৌধুরী। উড়াল দেন যুক্তরাষ্ট্রে। খবরটি ছড়াতেই গুঞ্জন ওঠে পালিয়ে গেছেন ঢালিউডের এই নায়ক। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন। জানালেন পালাননি তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাপ্পী বলেন, ‘আমি নিজেও এমন খবর দেখেছি, যেখানে লেখা বাপ্পী পালিয়ে গেছেন, আর ফিরবেন না দেশে। সত্যিটা হলো, বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা করিনি। আমি এমনিতেই একটু হোমসিক। পরিবার আমাকে সব সময় টানে। সবাইকে বলতে চাই, আমি পালিয়ে যাইনি। যাঁরা লিখছেন বাপ্পীর কাজ নেই তাই দেশ ছেড়ে চলে গেছে, তাঁদের বলতে চাই, সিনেমার কাজ ছাড়াও বাপ্পী চলতে পারে।’


বিজ্ঞাপন


১৮ অক্টোবর দেশে ফিরেছেন বাপ্পী। আমেরিকা যাওয়ার কারণ জানিয়ে এ নায়ক বলেন, ‘ব্যবসায়িক কাজে গিয়েছিলাম। কয়েকজন বায়ারের সঙ্গে মিটিং ছিল। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সে একটা সামিটে অংশ নিয়েছি। সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে নতুন কিছু পরিকল্পনা নিয়ে কথা হলো। অনেক বছর বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না, এই সুযোগে একটু বেড়ানোও হলো।’

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে ঢালিউড চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পির। এক যুগের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘সুলতানা বিবিয়ানা’ – এর মতো সিনেমা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর