বলিউড বাদশা শাহরুখ খানের ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ার। এ সময় দর্শকদের উপহার দিয়েছেন সুপারহিট সব ছবি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে ‘পাঠান’, ‘জওয়ান’। কখনও রোমান্টিক হিরো হয়ে পর্দায় ঝড় তুলেছেন। আবার কখনও অ্যাকশন সিনেমা দিয়ে বাজিমাত। তিন দশক ধরে বলিউডে রাজ করছেন তিনি।
ক্যালেন্ডার বলছে আগামী ২ নভেম্বর ৬০ বছরে পা রাখবেন অভিনেতা। ওইদিনের পর থেকে ‘সিনিয়র সিটিজেন’ । বিশেষ আয়োজনে মধ্যে দিয়ে উদযাপন করা হবে এবারের জন্মদিন।

বলিউড বাদশার জন্মদিন উপলক্ষ্যে দুই সপ্তাহের জন্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। ভারতের ত্রিশটি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি।
এই উৎসবে দেখা যাবে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিগুলো।
শাহরুখকে সর্বশেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানী পরিচালিত ‘ডানকি’ ছবিতে। এর মাঝে পার হয়েছে প্রায় দুই বছর। এখন ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত মাসে কিং খানের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরমাধ্যমে ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারের আক্ষেপ পুর্ণ হয়েছে।
ইএইচ/

