মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মা হচ্ছেন সোনাক্ষী, ওড়নার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে বেবিবাম্প!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

মা হচ্ছেন সোনাক্ষী, ওড়নার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে বেবিবাম্প!

বিয়ের এক সপ্তাহ পর মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল সোনাক্ষী সিনহার। বছর ঘুরতে ফের একই গুঞ্জন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি এক ফ্যাশন শোয়ে এসেছিলেন জাহির ইকবাল ও সোনাক্ষী। ফ্যাশন ডিজাইনার বিক্রম ফাডনিসের ক্যারিয়ারের ৩৫ বছর উদযাপনে আয়োজিত এ শোয়ে লাল পোশাকে অংশ নিয়ে নজর কাড়েন সোনাক্ষী। এখান থেকেই ছড়ায় তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।

WhatsApp_Image_2025-10-15_at_11.44.11_AM_1760510291790_1760510301270

একটি ভিডিওতে দেখা গেছে, স্বামী জাহির যখন পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিচ্ছিলেন তখন সোনাক্ষীকে দেখা যায় ওড়না বা হাত দিয়ে বারবার পেটের কাছে ঢেকে রাখছেন তিনি। তা দেখেই নেটিজেনরা অনুমান করে বসেন মা হতে চলেছেন এ নায়িকা। তাদের ধারণা গর্ভবতী হওয়ায় হাত ও ওড়না দিয়ে পেট আড়াল করার চেষ্টা করছিলেন তিনি।

এদিকে চর্চা যখন চরমে তখন অনেকে তাকিয়ে আছেন সোনাক্ষী-জাহিরের দিকে। তারা চাইছেন এ দম্পতি কিছু বলুক। তবে এখনও মুখে কুলুপ এঁটে আছেন তারা। বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি তারা।

sonakshii-1719156958

এর আগে বিয়ের পরপর সোনাক্ষীকে হাসপাতালে দেখে মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। সেসময় বিষয়টি নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি গর্ভবতী নন। শারীরিক সমস্যার কারণে হাসপাতালে গিয়েছিলেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর