বাবা হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন এই গায়ক।
বাচ্চাকে কোলে করে নেওয়া একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ইভান লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ সন্ধ্যা ৫ টা ৫৭ মিনিটে আমার ছেলে সন্তান জন্ম নেয়। আমার সন্তান এবং তার মা সুস্থ আছে। সবাই দোয়া করবেন। লেখার সঙ্গে একটা লাল হার্ট যুক্ত করেছেন তিনি।

বাবা হওয়ার খবরে গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং দীর্ঘদিনের সহকর্মীরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে সামাজিকমাধ্যম।
জুনায়েদ ইভান, সুলতান রাফসান খান (গিটার) এবং তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস)-সহ বন্ধুদের নিয়ে ২০০৬ সালের দিকে অ্যাশেজ ব্যান্ডের যাত্রা শুরু হয়। ২০০৮ সালে ব্যান্ডটি আনুষ্ঠানিকভাবে প্রথম কনসার্ট করে।

