শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফাঁস হয়েছে শাকিব খানের ‘সোলজার’-এর শুটিং দৃশ্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

ফাঁস হয়েছে শাকিব খানের ‘সোলজার’-এর শুটিং দৃশ্য

মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং চলছে সর্বোচ্চ গোপনীয়তার মধ্য দিয়ে। কিন্তু কঠোর নিরাপত্তা ভেদ করে এবার ফাঁস হলো সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য। সম্প্রতি ঢাকার গুলশান ১ ডি এস সি সি মার্কেটে ছবির শুটিং চলাকালীন একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গুলশান-১ এর কাঁচাবাজার মনিটরিং করছেন শাকিব! অভিনেতার সঙ্গে আছে একদল পুলিশ কর্মকর্তা। পরনে রয়েছে কালো শার্ট এবং হালকা কালো রঙের প্যান্ট। হাতে ঘড়ি। কাঁচাবাজার ঘুরে দ্রব্যমূল্য ঠিক আছে কি না তাই যাচাই করছেন। 

image
সংগৃহীত

‘সোলজার’ সিনেমার লুকে নজর কড়েছেন শাকিব। অভিনেতার লুকের প্রশংসা করে একজন লিখেছেন,’অসম্ভাব সুন্দর লাগছে’। এদিকে শুটিংয়ের ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ হওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। ভাইরাল ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘প্রেক্ষাগৃহে দেখার আগে যদি সোশ্যাল মিডিয়া দেখা যায়। তাহলে মানুষ হলে যাবে কেন? অন্য একজন লিখেছে, ‘কোনো নিরাপত্তা ছাড়ায় ছবির শুটিং হচ্ছে!’   

গত ৫ অক্টোবর থেকে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব। ইতোমধ্যে ছবির ৩৪ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারের শুরুতে দেওয়া হয় বাংলাদেশের দুর্নীতি, সিন্ডিকেটের আঁচ। সঙ্গে ভেসে ওঠে জাতীয় পতাকা। পাশাপাশি বাংলাদেশের পরিচয় বহন করে এমন কিছু স্থাপনা। সেইসঙ্গে দেওয়া হয় প্রতিশোধের আভাস। এতে স্পষ্ট ছবিতে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন শাকিব।

‘সোলজার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।   

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর