চলে যাওয়ার ২২ দিন পেরিয়ে গেলেও জুবিন গার্গকে ভুলতে পারছেন না স্ত্রী গরিমা। শোকে স্তব্ধ তিনি। এবার বিয়ের পরের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিচার চাইলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
২০০২ সালে তোলা এই ছবি। বিয়ের পরে একটি ম্যাগাজ়িনের জন্য ছবিটি তুলেছিলেন জ়ুবিন ও গরিমা। প্রয়াত গায়কের পরনে লাল পাঞ্জাবি। আর গরিমা পরেছেন রং মিলিয়ে শাড়ি। কপালে টিপ ও সিঁথিতে সিঁদুর। স্বামীকে ‘গোল্ডি’ বলে ডাকতেন গরিমা। স্বামীর উদ্দেশে গরিমা লিখেছেন, “আমাদের এই সম্পর্ক চিরন্তন। শিগগিরই আমরা আবার একসঙ্গে হব। তবে আপাতত আমাকে অনেক শক্তি দাও, যাতে তোমার সুবিচার পেতে পারি।”
বিজ্ঞাপন
মৃত্যুর পরও জুবিনকে চান গরিমা। এর আগেও তিনি এরকম ইঙ্গিত দিয়েছিলেন। লিখেছিলেন, “আমরা আবার একসঙ্গে থাকব। খুব শীঘ্রই দেখা হবে, গোল্ডি (জ়ুবিনের ডাক নাম)। কিন্তু এই মুহূর্তে আমি এবং আমরা সবাই জানতে চাই, কেন তুমি শারীরিক ভাবে আমাদের ছেড়ে চলে গেলে। কেন? এটাই বড় প্রশ্ন। এই প্রশ্নটাই আমার ভাঙা মনকে কুরে কুরে খাচ্ছে। আমার উত্তর চাই।”
গেল ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি ফেস্টিভ্যালে গান শোনানোর কথা ছিল জুবিনের। তার আগে অবসরটা বেশ উপভোগ করছিলেন তিনি। কিন্তু স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

