ভারতের অস্কার হিসেবে পরিচিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের আসর বসে গতকাল শনিবার। আহমেদাবাদের কঙ্করিয়া লেকের পাড়ে অনুষ্ঠিত হয় ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। জাকজমকপূর্ণ এই আয়োজনে বলিউডের নামিদামি সব তারকারা অংশগ্রহণ করেছিলেন।
রেড কার্পেট থেকে স্টেজ পারফরম্যান্স, বলিউড তারকারা যেন জ্বলজ্বল করছিলেন তাদের আলোর ছটায়! ২০২৪ সালের হিন্দি সিনেমার সকল সেরাকে সম্মানিত করার জন্য লোভনীয় ব্ল্যাক লেডি (ফিল্মফেয়ার পুরস্কার) ধরা দিয়েছে বিজয়ীদের হাতে।

এ বছর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান যৌথভাবে এই পুরস্কার জিতেছেন। ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অর্জুন সেন চরিত্রে অভিনয়ে জন্য ফিল্মফেয়ার জিতেছেন অভিষেক। অন্যদিকে ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী, মুরলীকান্ত পেটকার-এর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘চন্দু চ্যাম্পিয়ন’ এর জন্য পুরস্কার জিতেছেন কার্তিক আরিয়ান। আলিয়া ভাটের হাতে উঠেছে সেরা অভিনেত্রীর পুরস্কার।
সমালোচকদের রায়ে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন সুজিৎ সরকার।

সেরা গায়ক হয়েছেন অরিজিৎ সিং। সেরা সংগীত অ্যালবাম, ব্যাকগ্রাউন্ড স্কোর ও লিরিক্সের জন্য পুরস্কার পেয়েছেন রাম সম্পথ ও প্রশান্ত পাণ্ডে।
এবারের আসরে সবচেয়ে নজর কেড়েছে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। সেরা চলচ্চিত্র পুরস্কারসহ মোট ১৩টি বিভাগে পুরস্কার জিতেছে। সেরা সহ-অভিনেতা পুরুষ বিভাগে বিজয়ী রবি কিষাণ, সেরা সহ-অভিনেত্রী নারী বিভাগে ছায়া কদম, সেরা ডেবিউ অভিনেত্রী নিতাংশী গোয়েল। সেরা চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেশাই।
এবারের আসরে মরণোত্তর আজীবন সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও শ্যাম বেনেগাল।
ইএইচ/

