শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালমানের চেয়ে লম্বা হওয়ায় ছবি থেকে বাদ পড়েন এই অভিনেতা! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

সালমানের চেয়ে লম্বা হওয়ায় ছবি থেকে বাদ পড়েন এই অভিনেতা! 

‘ব্যাডস অফ বলিউড’ দিয়ে বি-টাউনের কঙ্কালসার দশা দেখিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সিরিজটি দিয়ে ফের আলোচনায় এসেছেন অভিনেতা রজত বেদী। সেইসঙ্গে সামনে এসেছে তার পুরনো একটি সাক্ষাৎকার যেখানে সালমান খানের চেয়ে লম্বা ও সুদর্শন হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সাক্ষাৎকারে রজত জানান, 'রাধে' ছবির জন্য তাকে পছন্দ করা হয়েছিল। কিন্তু এতে বাগড়া দেন সালমান। তার চেয়ে লম্বা ও সুদর্শন হওয়ায় বাদ দেন রজতকে।


বিজ্ঞাপন


রজতের ভাষ্য, ‘আমি মুকেশ ছাবরার অফিস থেকে ফোন পেয়েছিলাম যে আপনি রাধের জন্য নির্বাচিত হয়েছেন। ছবির লেখকের সঙ্গে দেখা করে আমিও খুব খুশি হয়েছিলাম। তারাও খুব খুশি ছিল। রাধের সাথে, আমি ভেবেছিলাম আমি একটি দুর্দান্ত প্রত্যাবর্তনের সুযোগ পাব’।

এরপর বলেন, ‘এটি একটি দুর্দান্ত প্রজেক্ট এবং বিশেষত ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা সবার মনেই থাকে। সালমান ভাইয়ের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক, সেলিম সাহেব এবং আমার বাবা নরেন্দ্র বেদীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব উত্তেজিত ছিলাম কিন্তু ভাই (সালমান) আমাকে ডেকেছিল। যখন আমার ভাই জানতে পারলেন যে রজত এই চরিত্রে অভিনয় করতে চলেছেন, তখন আমার ভাই আমাকে বলেছিলেন, ’রজত একটু অপেক্ষা করো। আমি তোমাকে এমন একটি প্রত্যাবর্তন দিতে চাই যা রাধের চেয়ে অনেক ভালো হবে। ভাই বলল, আমি চুপ করে রইলাম। আমি বললাম, কোনো সমস্যা নেই ভাই। তিনি বলেন, রজত, তোমার উচ্চতা, ব্যক্তিত্ব খুব ভালো। শিগগিরই তোমাকে একটি বড় প্রত্যাবর্তন দেব। আমি বললাম, 'ঠিক আছে ভাই'। ভাইয়ের কথা না শোনার সাধ্য কার?

রাধের আগে দীর্ঘদিন বলিউডের বাইরে ছিলেন রজত। ভেবেছিলেন ছবিটির সাহায্যে আলোচনায় আসবেন। তবে সে আর হয়ে ওঠেনি। যদিও আরিয়ানের সিরিজ দিয়ে এখন আলোচনার টেবিলেন এ অভিনেতা। 
'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর