ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন একসময়ের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গত ৫ আগস্ট (রোববার) লন্ডনের উইলিংটন হাসপাতালে মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের জন্য মানব চিকিৎসকের পাশাপাশি তিনটা রোবট ব্যবহার করা হয়েছে।
‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাজ। সামাজিকমাধ্যম এই তারকার সুস্থতা কামনা করেছেন ভক্তরা।
বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তি অভিনেতার সুস্থতা কামনা করে একটি পোস্টে প্রায়ত অভিনেত্রী দিতির মেয়ে লামিয়া চৌধুরী লিখেছেন, ‘কাঞ্চন আংকেলের অসুস্থতার খবরটা মাত্রই শুনলাম। তিনি একজন অসাধারণ মানুষ, সমাজের জন্য করেছেন অসংখ্য ভালো কাজ। বিশেষ করে সড়ক নিরাপত্তায় তার অবিরাম লড়াই অনুপ্রেরণার উদাহরণ। আল্লাহ যেন তার সব কষ্ট দূর করে তাকে পূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’
বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম সেরা জুটি ছিলেন ইলিয়াস কাঞ্চন ও দিতি। শুধু রোমান্টিক জুটি হিসেবে নয়, পারিবারিক ও সামাজিক গল্পের চরিত্রগুলোতেও তাঁদের রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের। ‘শেষ উপহার’, ‘ভাই’, ‘স্ত্রীর পাওনা’—এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছেন।
বিজ্ঞাপন
নব্বইয়ের দশকে একসঙ্গে কাজ করতে করতে পর্দার এই জনপ্রিয় জুটি বাস্তব জীবনেও পরিণয়ে আবদ্ধ হন। পরে অবশ্য তাদের বিচ্ছেদ হয়ে যায়।
ইএইচ/

