মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অভিনেত্রীকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেফতার পরিচালক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

অভিনেত্রীকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেফতার পরিচালক 

অভিনেত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দক্ষিণী পরিচালক, অভিনেতা ও প্রযোজক বি আই হেমন্ত কুমারকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গ্রেফতারের পর আদালতে তোলা হয়েছে হেমন্তকে। ভারতীয় পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত করছেন তারা। শিগগিরই বিস্তারিত জানাবেন তারা। 
পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তা, প্রতারণা ও হুমকির অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালে হেমন্ত ওই অভিনেত্রীর কাছে গিয়ে একটি সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। দুই পক্ষের মধ্যে দুই লাখ রুপির চুক্তি স্বাক্ষরিত হয়, যার অগ্রিম হিসেবে অভিনেত্রী পেয়েছিলেন ৬০ হাজার রুপি। 


বিজ্ঞাপন


আরও জানানো হয়েছে, এরপর শুরু হয় হেমন্তের টালবাহানা। শুটিং শুরু করতে অনেক দেরি হয়। হেমন্ত সেই সময় অভিনেত্রীকে অশ্লীল দৃশ্যে অভিনয় করার জন্য প্ররোচিত করেন। মুম্বাই ভ্রমণের সময় হেমন্ত অভিনেত্রীকে অযাচিতভাবে স্পর্শ করেন। যখন তিনি (অভিনেত্রী) প্রতিরোধ করেছিলেন, তখন হেমন্ত হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।

চেক বাউন্সের অভিযোগ এনে অভিনেত্রী জানান, অর্থের অনিয়মের পাশাপাশি অনুমতি ছাড়াই ছবির অপ্রকাশিত দৃশ্য অনলাইনে প্রকাশ করেছেন পরিচালক। সেন্সর না হওয়া ফুটেজও প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। পানিতে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে ভিডিও করে ব্ল্যাকমেল করার অভিযোগও এনেছেন অভিনেত্রী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর