শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষক দিবসে খুলল হাসির পাঠশালা ‘স্কুল অব কমেডি’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

শিক্ষক দিবসে খুলল হাসির পাঠশালা ‘স্কুল অব কমেডি’

শুরু হলো হাসির এক নতুন স্কুল- School of Comedy!  গতকাল ৫ অক্টোবর, ২০২৫ – শিক্ষক দিবসে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র, জাহেদ হাসান মিলনায়তনে অভিনব এই হাসির স্কুল শুরু করলেন দেশের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান, লেখক এবং পারফর্মার আবু হেনা রনি। উদ্বোধন করেন দেশের আরেক জনপ্রিয় ব্যক্তি কার্টুনিস্ট, রম্য লেখক ও উন্মাদ সম্পাদক আহসান হাবীব। 

আয়োজক প্রতিষ্ঠান ব্যাকবেঞ্চার্স কমিউনিকেশনস পক্ষ থেকে মানুষের জীবনের সর্বক্ষেত্রে হাসির প্রয়োজনীয়তা অনুভব করানোর প্রচেষ্টা হিসেবে এই প্ল্যাটফর্মটি কাজ করে যাবে বলে উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন


মানুষের জীবনে হিউমারের গুরুত্ব প্রতিষ্ঠা করা, সেই হিউমারকে সবার জন্য শেখার উপযোগী করে তোলা এবং বাংলাদেশে স্ট্যান্ড-আপ কমেডিকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে আবু হেনা রনি হেডমাস্টারের ভূমিকায় রেখে এই আয়োজন সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাকবেঞ্চার্স কমিউনিকেশনস এর কো-ফাউন্ডার সোহেল আহমেন ও ফাহিম আসাদ। টানা এক ঘণ্টার ক্লাসে হৃদয়ভরানো পারফরমেন্স উপহার দিয়ে দর্শকদের সামনে আবু হেনা রনি তুলে ধরেন কিভাবে হাসিই হতে পারে শিক্ষা, আর শিক্ষা হয়ে ওঠে আনন্দের সবচেয়ে সহজ, সবচেয়ে মানবিক রূপ।

শো শেষে আহসান হাবীব বলেন, ‘আমি শুরুতেই একবার বলেছি আবু হেনা রনি তার পারফরমেন্সে কমেডির সবগুলো স্তর টাচ করেন। এবং তার এই গুণটা আছে। এটা আমি খুব উপভোগ করি।’

রনি বলেন, ‘হাসি শুধু বিনোদন নয় —এটা এক ধরনের থেরাপি, শেখা আর ভাগাভাগির অসাধারণ মাধ্যম। School of Comedy সেই ভাবনাকেই বাস্তবে রূপ দেবে। আমরা চাই মানুষ নতুন করে শিখুক কীভাবে মন খুলে হাসতে হয়, আর সেই হাসি ছড়িয়ে দিতে হয় চারপাশে। আর হাসতে হাসতে উচিত শিক্ষা পেলে তা জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে। তাই তিনি, এই স্কুল অব কমেডির স্লোগান হিসেবে বেছে নিয়েছেন - এখানে উচিত শিক্ষা দেওয়া হয়। শো শেষে তিনি এমন চমৎকার আয়োজন করায় ব্যাকবেঞ্চার্স কমিউনিকেশনস এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

শোয়ে দর্শকদের সাথে আরও উপস্থিত ছিলেন নির্মাতা ও লেখক খায়রুল বাবুই, স্ট্যান্ডআপ কমেডিয়ান শাওন মজুমদার, তারেক মাহদুম, হৃদয় আল মিরু, মেহেদি হাসান তরুসহ বাংলাদেশ কমেডি ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর