শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্ক্রিনশট ফাঁস করলেন নুসরাত ফারিয়া, বললেন এটি সম্পূর্ণ প্রতারণা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

স্ক্রিনশট ফাঁস করলেন নুসরাত ফারিয়া, বললেন এটি সম্পূর্ণ প্রতারণা

তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি থাকার খবরটি নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমনটা শোনা যায়। এবার ভুয়া আইডির খপ্পড়ে অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার নাম ভাঙিয়ে টাকা চাওয়া হচ্ছে বলে সামাজিক মাধ্যমে সতর্ক করলেন ফারিয়া।

আজ সোমবার নিজের ফেসবুকে ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটি সম্পূর্ণ প্রতারণা। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই।


বিজ্ঞাপন


558336212_1356220932530416_6690901027991456604_n

এরপর নেটিজেনদের প্রতি ফারিয়ার পরামর্শ দয়া করে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না, এবং এমন প্রোফাইল রিপোর্ট করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

এর আগে অভনেত্রী সাদিয়া জাহান প্রভা ও নন্দিত চিত্রনায়ক আলমগীর পড়েছিলেন ভুয়া আইডির বিড়ম্বনায়। আলমগীরের পক্ষ থেকে আঁখি আলমগীর বিষয়টি সতর্ক করেন এবং প্রভা নিজেই নিজের ব্যাপারে কথা বলেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর