মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুবিনের গানেই হাতি নামকরণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

জুবিনের গানেই হাতি নামকরণ
জুবিন গার্গ

আসামের রাজপুত্র খ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। গায়কের মৃত্যুর আড়াই সপ্তাহ পেরিয়ে গেলেও সমাধিস্থলে শ্রদ্ধা জানতে আসছেন অগণিত ভক্ত অনুরাগী। আসাম, হিন্দি, বাংলাসহ একাধিক ভাষার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গান ছাড়াও পশু-প্রাণীর প্রতি তার ভালোবাসা ছিল ঈর্ষনীয়। 

এবার জুবিনের প্রতি শ্রদ্ধা জানাতে অভিনব পদক্ষেপ নিয়েছে আসাম সরকার। ভারতের আসাম রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যান সদ্যজাত এক হাতির বাচ্চার নামকরণ করা হল জুবিনের গানের শিরোনামে।  


বিজ্ঞাপন


শনিবার (৪ অক্টোবর) বিশ্ব পশু দিবসে কাজিরাঙা জাতীয় উদ্যানে জন্ম নেয় এক হাতিশাবক। এই জঙ্গলের সবথেকে আদুরে হাতি কুঁয়ারি মা হয় এদিন। জঙ্গলের সবথেকে আদুরে হাতির মা হওয়ার খবর স্বাভাবিকভাবেই খুব আনন্দের। ঠিক পরিবারে নতুন অতিথি আসার মতোই আনন্দ চারিদিকে। হাতি কুঁয়ারির বাচ্চার নাম রাখা হইয়েছে ‘মায়াবিনী’। যা জুবিন গার্গের জনপ্রিয় একটি গান। 

jubben

আসামের বনমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি সামাজিকমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। হাতি কুঁয়ারি এবং ছোট শাবকের ছবি প্রকাশ করে বনমন্ত্রী তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘হাতি শাবকটির নামকরণ করা হয়েছে ‘মায়াবিনী’, যা জঙ্গলের জীবনযাত্রায় নতুন এক আলোর সঞ্চার করে।’


বিজ্ঞাপন


গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ে নেমে মর্মান্তিকভাবে মৃত্যু হয় জুবিন গার্গের। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন গায়ক। স্কুবা ডাইভিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জুবিন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর