টলিউড সুপারস্টার জিতের প্রতিটি ছবি নিয়ে অনুরাগীদের অপেক্ষা দেখার মতো। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ -এর ক্ষেত্রেও একই চিত্র। এরমধ্যে গুঞ্জন, বাজেটের কারণে বন্ধ হয়ে গেছে ছবির শুটিং।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ ৫ অক্টোবর থেকে ছবির শুটিং শুরুর কথা ছিল। কিন্তু বাজেটের অভাবে বন্ধ হয়ে গেছে। গুঞ্জন উড়িয়ে দিয়ে ছবির পরিচালক পথিকৃৎ বসু বলেন, “বাংলা ছবি কত বাজেটে তৈরি হয়, জানি। আমার বাজেটের কারণে আজ পর্যন্ত কোনো ছবি পেছায়নি।”
বিজ্ঞাপন
ছবির শুটিং বন্ধের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, রোববার দুর্গাপূজার কার্নিভাল। রেড রোড, জিপিও-র সামনে তাই রাজ্য প্রশাসন শুটিংয়ের অনুমতি দেয়নি। এই কারণেই শুটিং পিছিয়েছে। সব ঠিক থাকলে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর শুটিং শুরু হবে ২৫ অক্টোবর থেকে।
শোনা যাচ্ছে, ছবিটির মাধ্যমে নিজেকে ভাঙছেন জিৎ। সুপার হিরোর তকমা থেকে বেরিয়ে বিপ্লবী ‘অনন্ত সিংহ’হয়ে উঠছেন তিনি। এতে আরও অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। এবার-ই প্রথম জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন টোটো।

