শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সন্তানকে বুকের দুধ খাইয়ে যে সুফল পেয়েছেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

সন্তানকে বুকের দুধ খাইয়ে যে সুফল পেয়েছেন আলিয়া ভাট

সন্তান জন্মের পর নারীদের বেশ কিছু শারীরিক পরিবর্তন দেখা দেয়। এরমধ্যে একটি হচ্ছে মুটিয়ে যাওয়া। সেকারণেই মা হওয়াকালীন অভিনেত্রীদের শরীরে মেদের আধিক্য স্পষ্ট হয়। তবে আলিয়া ভাট এর ব্যতিক্রম। সন্তান জন্মের পর কিছুটা মুটিয়ে গেলেও দ্রুত আগের অবস্থায় ফিরে আসেন। এবার জানালেন এর পেছনের গল্প।

রাহার জন্মের পর আলিয়ার তন্বী রূপ দেখে অনেকে ভেবেছিলেন নিশ্চয়ই মেদ ঝরানোর ওষুধ খাচ্ছেন আলিয়া ভাট। তবে ধারণাটি উড়িয়ে দিলেন অভিনেত্রী। জানালেন সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সুফল এটি। 

thumb_39706

সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠানে এসেছিলেন আলিয়া। সেখানেও একই প্রশ্নের সম্মুখীন হন। জবাবে বলেন, ‘‘আমি আসল মেয়েকে বুকের দুধ খাওয়াতাম। সেটাই সাহায্য করেছে আমার ক্যালোরি ক্ষয় করতে। এছাড়াও আমি নিয়মিত যোগব্যায়াম করতাম। তাছাড়া বাড়ির খাবার খেতাম।’’

২০২২ সালের ১৪ এপ্রিল রণবীর কপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আলিয়া। ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সেরেছিলেন তারকা জুটি। সেই বছরই মা-বাবা হওয়ার সুখবর দেন তারকা জুটি। ২০২২ সালের নভেম্বর মাসে জন্ম হয় আলিয়া-রণবীরের কন্যা রাহা কপুরের।
  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর