গেল কয়েক বছরে নিজকে ভেঙেছেন সুপারস্টার শাকিব খান। একাধিক সিনেমায় নায়কের খোলসে নেতিবাচক চরিত্রে হাজির হয়েছেন। বিষয়টিকে পুঁজি করেছেন সমালোচক ও নিন্দুকেরা। কেউ কেউ খলনায়ক বলে সম্বোধন করেছেন কিং খানকে। চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফির একটি পোস্টেও সেরকম লক্ষ্য করা গেল।
নিজের ফেসবুকে শাফি লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রে এখন হিরো নেই। যে হিরোকে বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্তরে ঠাঁই দিয়েছিল, সে এখন পর্দায় ভিলেন। ভিলেন মানুষের মন জয় করতে পারে না,কিন্তু মনে ঘৃণার জন্ম দিতে পারে। আর হিরো লক্ষ-কোটি হৃদয়ে ভালোবাসার জন্ম দেয়,ভক্তরা যুগ যুগ মনে রাখে, এমনকি শত বছর।’
বিজ্ঞাপন
এরপর লিখেছেন, ‘আফসোস সেই হিরো এখন ভিলেন চরিত্রে অভিনয় করে! এটা কি বাংলাদেশের যুব সমাজকে বিপথগামী করার ষড়যন্ত্র?’
এদিকে শাফি নাম উল্লেখ না করলেও নেটিজেনদের কেউ কেউ মনে করছেন শাকিবকে ইঙ্গিত করে কথাগুলো লিখেছেন তিনি। মন্ত্যবের ঘরে তা প্রকাশ পেয়েছে। একজন লিখেছেন, ‘সেই হিরো থেকে ভিলেন সাহেবের নামটা কি জানতে পারি?’ শাফি নিরুত্তর থাকলেও অন্যজন উত্তরে লিখেছেন, ‘প্রশ্নের মধ্যেই তো উত্তরটা দেওয়া আছে। শাকিব খান।’
অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘শাকিব খান ছাড়া তো এখন হিরো নাই।’ জবাবে আরেকজন লেখেন, ‘শাকিব খানই তো এখন ভিলেনের অভিনয় করেন। পরিচালক সাহেব সেটাই বোঝাতে চেয়েছেন।’
শাফিউদ্দিন শাফির পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমায় ছিলেন শাকিব। এতে তার বিপরীতে ছিলেন জয়া আহসান। ছবিটির সিক্যুয়েলেও শাকিব-জয়া ছিলেন। ছবি দুটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল।

