শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চলচ্চিত্র আমাকে ব্যবহার করতে পারেনি, দাবি বাপ্পির 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

চলচ্চিত্র আমাকে ব্যবহার করতে পারেনি, দাবি বাপ্পির 

কদিন আগে খবর ছড়ায় দেশ ছেড়েছেন বাপ্পি চৌধুরী। যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা থেকেই উড়াল দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছবি দেখে এরকম গুঞ্জন ওঠে। সেইসঙ্গে প্রশ্ন ওঠে, তবে কি ঢালিউডে আর দেখা যাবে না বাপ্পীকে? এবার মুখ খুললেন অভিনেতা।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পর থেকে অনেকেই বলেছেন যে আমি স্থায়ী হতে এসেছি। এটা সত্য নয়। পারিবারিক-ব্যাবসায়িক কাজে এখানে এসেছি। আগামী মাসেই আবার দেশে ফিরব।’


বিজ্ঞাপন


এরপর বলেন, ‘বিদেশে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই। অনেক সংবাদ দেখেছি যে আমি নাকি আর দেশে ফিরব না। এ কথার কোনো ভিত্তি নেই। দেশে ফিরলেই সব মিটে যাবে।’

চলচ্চিত্র প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘অনেক দিন নতুন সিনেমায় আমাকে দেখা যায়নি, এটা সত্য। বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।’

দেশের দুর্গাপূজা মিস করছেন উল্লেখ করে বলেন, ‘এই প্রথম পূজার উৎসবে দেশের বাইরে আছি। পরিবারকে খুব মিস করছি। দেশে থাকলে মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখতাম। যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে পূজা উপলক্ষে একটা আমন্ত্রণ রয়েছে, সেখানে থাকব।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর