গত ১৯ সেপ্টেম্বর ঘরোয়া পরিবেশে তানজিম তৈয়বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনর ফারিয়া। অভিনেত্রীর স্বামী রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করে বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২২ সালে বিচ্ছেদের পর দীর্ঘ তিন বছর ধরে একাই ছিলেন ফারিয়া। কোনো রকম ঘোষণা ছাড়া অনেকতা নীরবেই বিয়ে সেরেছেন তিনি। কিন্তু এর আগে অনুরাগীরা বিয়ের করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, আমার বিয়ের বয়স শেষ। তাহলে হঠাৎ কেন বিয়ের সিদ্ধান্ত ফারিয়ার? এর জবাব মিলেছে ফারিয়ার ওয়েডিং ভিডিওতে ধারণ করা একটি ক্লিপে।

সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এ প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন,”আমি ভেবেছিলাম জীবনের এই জায়গাটা এখানেই শেষ। কিন্তু তখনই এমন একজন এল, যিনি ছোট ছোট বিষয়েও খেয়াল রাখেন। যেমন কোনো অসুবিধায় পড়লে তিনি জিজ্ঞেস করেন, ‘তোমার করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি।’ কিংবা ‘তুমি যাচ্ছ, কিছু লাগবে?’—এসব আমার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা।”
এদিকে তানজিম তৈয়ব ফারিয়ার সঙ্গে পরিচয়ের পর উপলব্ধি করেন—তিনি শুধু জনপ্রিয় অভিনেত্রীই নন, মানুষ হিসেবেও আসাধারণ একজন ব্যক্তি। অভিনেত্রীর স্বামীর কথায় , ‘ফারিয়া অসাধারণ, ডাউন টু আর্থ, বোল্ড, উইটি, প্লেফুল এবং খুবই কেয়ারিং।’

এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন।
ইএইচ/

