শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোজা আহমেদকে বিয়ের পর তাহসানকে আমি শুভেচ্ছা জানিয়েছি : মিথিলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

রোজা আহমেদকে বিয়ের পর তাহসানকে আমি শুভেচ্ছা জানিয়েছি : মিথিলা

চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ২০১৭ সালে দশ বছরের সংসার জীবনের ইতি টানেন রাফিয়াত রাশিদ মিথিলা ও তাহসান। বিচ্ছেদের পর ভারতের চলচ্চিত্র পরিচাল সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। প্রক্তান স্ত্রীর বিয়ের খবরে শুভেচ্ছা জানিয়েছিলেন তাহসান। 

এরপর তাহসান যখন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধন আবদ্ধ হন, তখন তাহসানকে শুভেচ্ছা জানিয়েছিলেন মিথিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন এই অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর নবম পর্বে অতিথি হয়ে আসছেন মিথিলা। এই আড্ডার আলোচিত অংশে তিনি জানিয়েছেন, প্রাক্তন স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক কেমন। 


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’ 

ওই আড্ডায় উঠে এসেছে, তাঁকে ঘিরে চলা সমালোচনা তিনি কীভাবে সামলান, নির্মাতা সৃজিত মুখার্জি সঙ্গে সংসার জীবন কেমন চলছে সব বিষয়েও পরিষ্কার করেছেন তিনি। এই পর্বটি প্রচার হবে আজ শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর