শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভুয়া আইডির যন্ত্রণায় অস্থির প্রভা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

শেয়ার করুন:

ভুয়া আইডির যন্ত্রণায় অস্থির প্রভা 

তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি থাকার খবরটি নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমনটা শোনা যায়। এবার ভুয়া আইডির যন্ত্রণায় জীবন নাকাল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। সামাজিক মাধ্যমে লাইভে এসে নিজেই জানিয়েছেন বিষয়টি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে আসেন প্রভা। ভক্তদের সঙ্গে জমান আড্ডা। ওই সময় ভক্তদের ভক্তদের সতর্ক করে তিনি জানান, তার নামের ফেইক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন। 


বিজ্ঞাপন


প্রভা বলেন, ‘অনেকগুলো ফেইক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।’

ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’

শেষে সতর্ক করে বলেন, ‘ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।’

ক্যারিয়ারে সুসময় কাটাচ্ছেন প্রভা। হাতে তার দুই ছবির কাজ। এর একটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’ এবং অন্যটি সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমা ‘দেনা পাওনা’। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর