কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমাটি। প্রচারে কোনো কমতি রাখছেন না নির্মাতা। পাশাপাশি এর অভিনয়শিল্পীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে আদাজল খেয়ে লেগেছেন ছবিটির প্রচারণায়। এরইমধ্যে প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির ‘আমি সাইকো’ শিরোনামের একটি গান। কিন্তু প্রকাশেই বেঁধেছে বিপত্তি।
নেটিজেনদের কেউ কেউ ইউটিউবে মন্তব্যের ঘরে গিয়ে নকলের অপবাদ দিয়েছেন গানটিকে। তাদের মতে ভারতের প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘সাহো’ সিনেমার ‘সাইকো সাইয়া’ গানের অনুকরণে তৈরি করা হয়েছে ‘আমি সাইকো’ গানটি।
বিজ্ঞাপন
তবে এই অভিযোগ বেমালুম অস্বীকার করেছেন অনন্য মামুন। এটাকে সম্পূর্ণ মৌলিক গান বলে দাবি করেন ঢাকা মেইলের কাছে।

পাশাপাশি কোনোধরনের নকলের অপবাদ দেওয়া হচ্ছে না উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘আমার ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হয়েছে। সেখানে এমন কোনো অভিযোগ তো আমি পেলাম না। আপনি এ ধরণের একটি মন্তব্য আমাকে দেখান।’
এদিকে ওটটি প্ল্যাটফর্ম আই থিয়েটারের ইউটিউব চ্যানেলে মন্তব্যের ঘরে মোস্তাসিন আলম নামে একজন লিখেছেন— ‘সাহো’ সিনেমার ‘সাইকো’ গানের সঙ্গে মিল আছে।
বিজ্ঞাপন
তবে ‘সাইকো সাইয়া’ গানটির অনুকরণও ভালোভাবে করতে পারেননি কলাকুশলীরা— এমনটা উল্লেখ করে শাকিব লিটন নামে আরেকজন লিখছেন— ‘সাহো’ ছবির ‘সাইকো সাইয়া’ গানের নকল করতে গিয়েও পারল না।
‘আমি সাইকো’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন বাঁধন সুরকার পূজা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ ও সোহম মজুমদার। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন লিংকন। কোরবানির ঈদে মুক্তি পাবে সিনেমাটি।
উল্লেখ্য, ‘সাইকো’ সিনেমায় রবিউল ইসলাম জীবনের কথায় ‘এটা ভালোবাসা নয় বেশি কিছু’ শিরোনামে একটি রোমন্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান।
আরআর/আরএসও

