শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুক্তি পাচ্ছে চার বছর আগের ছবি, প্রচারণায় নেই নায়ক-নায়িকা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

মুক্তি পাচ্ছে চার বছর আগের ছবি, প্রচারণায় নেই নায়ক-নায়িকা

সিনেমার প্রচার-প্রচারণায় অভিনয়শিল্পীদের নীরবতার বিষয়টি নতুন না। মাঝে মাঝেই এরকম ঘটে। কারণে বা অভিমানে নিজেদের সিনেমার প্রচারণায় চুপ থাকতে দেখা যায় তাদের।

মুক্তিপ্রতীক্ষিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিটির ক্ষেত্রে একই চিত্র দেখা যাচ্ছে। আগামী ২৬ তারিখে মুক্তি অথচ প্রচারণায় নেই নায়ক-নায়িকা আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। প্রচারণার মাঠে একা পরিচালক মস্তাফিজুর রহমান মানিক। 


বিজ্ঞাপন


464683248_8430790456990260_3011870966180387524_n

কারণ জানতে চাইলে ঢাকা মেইলকে মানিক বলেন, ‘নায়ক কেন প্রচারণায় নেই এটা তাকে জিজ্ঞেস করতে হবে। আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি তার সঙ্গে। কিন্তু সে খুব একটা আগ্রহ দেখায়নি।’

এদিকে নায়িকা সালওয়া দেশে নেই। শোনা গেছে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন ঢালিউড থেকে। তাই তার প্রচারবিমুখতায় কিছু মনে করছেন না পরিচালক। তার কথায়, ‘নায়িকা দেশের বাইরে। সে হয়তো ব্যক্তিগত কারণে সচেতনভাবে এড়িয়ে যাচ্ছে। সেটা মানা যায়।’

এরপর আদরকে নিয়ে বলেন, ‘‘এটাই প্রথম সিনেমা ছিল আদর আজাদের। এরপর তাকে নিয়ে আমি ‘যাও পাখি বলো তারে’ বানিয়েছি। ওকে আমি সিনেমার প্রতি খুব নিবেদিত দেখতাম। এই ছবি নিয়ে কেন নীরবতা বুঝতে পারছি না। হয়তো ভাবছে চার বছর আগের ছবি। এখন দর্শকের রুচি বদলেছে। কিন্তু এটা সিঙ্গেল স্ক্রিনের মালিকরা খুব পছন্দ করছেন। আদরের বেশিরভাগ ছবি নিজস্ব প্রডাকশনের। হয়তো সেখান থেকে খুব ভালো কিছু ছবি বানিয়েছে সে। তাই হয়তো গুরুত্ব দিচ্ছে না। এ নিয়ে তার প্রতি আমার কোনো অভিযোগও নেই।’’


বিজ্ঞাপন


550722455_24392240587085325_1051358598840044360_n

এদিকে সালওয়ার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। অন্যদিকে আদরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে সাড়া দেননি তিনি। খুদে বার্তা পাঠালেও থেকেছেন নিরুত্তর। 

২০২১ সালে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। এম এস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলী প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর