বলিউডের পর এবার দক্ষিণে তৈরি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মোদির জীবনীভিত্তিক ছবিটির নাম হতে চলেছে ‘মা বন্দে’। ছবিটি পরিচালনা করবেন ক্রান্তি কুমার চন্দ্র। এতে মোদির চরিত্রে অভিনয় করবেন মালয়লম অভিনেতা উন্নি মুকুন্দন।
বিজ্ঞাপন
মোদির চরিত্রে সুযোগ পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত অভিনেতা। তার কথায়, “আহমেদাবাদে আমার বেড়ে ওঠা। প্রথমে তাকে চিনতাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। পরে ২০২৩ সালে আমার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। আমি তার বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই আনন্দিত। তার রাজনৈতিক জীবন আমি পর্দায় তুলে ধরব। এ এক পরম সৌভাগ্য আমার জন্য। তিনি গুজরাটি ভাষায় একটি কথা বলেন ‘ঝুকবানু নেহি’। যার অর্থ হলো কখনও মাথা নিচু করো না। সর্বদা শক্তিশালি থাক।”
বলিউডেও নির্মাণ করা হয়েছে মোদির বায়োপিক। এতে মোদির চরিত্রে অভিনয় করেন বিবেক ওবেরয়। ‘পিএম নরেন্দ্র মোদি’নামের সে ছবি মুক্তি পায় ২০১৯ সালে।

