এক সময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেতা ওমর সানি এখন আর আগে মতো অভিনয়ে নিয়মিত নন। গল্প ভালো লাগলে অভিনয় করেন। পাশাপাশি বিভিন্ন কোম্পানির উপদেষ্টা হিসেবে ব্যস্ত সময় পার করছেন। তবে বেশি ব্যস্ত থাকেন মানিকগঞ্জে অবস্থিত নিজের ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্ট নিয়ে। এরমধ্যে মানিকগঞ্জে ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্ট-এর দ্বিতীয় শাখা উদ্বোধন করেছেন ওমর সানি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতার রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে আসেন ভোজনরসিকরা। ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্টে ভাত, খিচুড়ি, পোলাও, গরু ভুনা, মুরগি ভুনা, হাঁসের মাংস ভুনা, ভর্তা-ভাজি এবং ডালের মতো ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। 
রেস্তোরাঁ ব্যবসা প্রসারিত করার জন্য টাঙ্গাইলে নতুন শাখা খুলতে চাইছেন ওমর সানি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে সেই আভাস দিয়ে তিনি লেখেন, “শশুরবাড়ি’ বানাতে চাই টাঙ্গাইলে। কোথায় করব লোকেশন প্লীজ।”
মুহূর্তের মধ্যে টাঙ্গাইল বা এর আশেপাশের একাধিক নেটিজেন অভিনেতাকে প্রয়োজনীয় তথ্য দিতে শুরু করেন। অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘মান্না ভাইয়ের বাড়ির পাশে এলেঙ্গাতে করতে পারেন।’ অন্য একজন লিখেছেন, ‘টাঙ্গাইল আশেকপুর বাইপাস বানাতে পারেন, আমার বিশ্বাস খুব ভালো চলবে।’ আরও একজনের কথায়, ‘টাঙ্গাইল জেলা নাগরপুর থানা, মোকনা ইউনিয়নের পাশে ধলেশ্বরী নদীর পাড়ে কেদারপুর ব্রিজের পাশে একটি রেস্টুরেন্ট করলে ভালো হবে।’
বিজ্ঞাপন

বলে রাখা ভালো, গত ২ আগস্ট দাম্পত্যজীবনের ৩১ বছর স্পর্শ করেছেন মৌসুমী-ওমর সানি। তাদের বিবাহবার্ষিকীতে ‘চাপওয়ালা রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় শাখার ঘোষণা দেন মৌসুমী। দ্বিতীয় শাখাটি মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত।
ইএইচ/

