শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভিক্ষা করে ৫০০ টাকা পেয়েছিলেন নাসির উদ্দিন খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

ভিক্ষা করে ৫০০ টাকা পেয়েছিলেন নাসির উদ্দিন খান

ভিন্ন ভিন্ন চরিত্র ক্যামেরায় ফুটিয়ে তুলতে জুড়ি নেই নাসির উদ্দিন খানের। কখনও গ্যাংস্টার, কখনও প্রভাবশালী কিংবা সিরিয়াল কিলার হিসেবে দেখা যায় তাকে। সেসব এমনভাবে উপস্থাপন করেন যে দর্শক বিশ্বাসই করতে পারেন না। এবার তো ভিক্ষুক ভেবে পথচারীরা ৫০০ টাকা ভিক্ষা দিয়েছেন এই অভিনেতাকে। সংবাদমাধ্যমকে অভিনেতা নিজেই জানিয়েছেন বিষয়টি।

মুক্তি পেতে যাচ্ছে নাসির উদ্দিন অভিনীত ওয়েব সিরিজ ‘নয়া নোট’। এতে শুটিংয়ের জন্য ভিক্ষুকের বেশ ধরতে হয়েছিল অভিনেতাকে। সত্যিকারের ভিক্ষুকের মতো ঘোরাফেরা করতে হয়েছে ফার্মগেট ফুটওভারের নিচে। ওই সময় কয়েকজন পথচারী তার হাতে টাকা গুঁজে দেন।


বিজ্ঞাপন


অভিনেতা বলেন, ‘চরিত্রটা নিয়ে আগেভাগেই প্রস্তুতি ছিল। প্রথম দিনের শুটিংয়ে আমাকে শুধু বলা হলো, যেভাবে মনে হয় সেভাবে চরিত্রটা ফুটিয়ে তুলতে। তখন আমি সত্যিই মানুষের কাছে হাত পাততে শুরু করি।’

যোগ করেন, ‘মজার অভিজ্ঞতাও হয়েছিল সেই দিন। আমি ভিক্ষা চাইছিলাম, অনেকে পাশ কাটিয়ে গেলেও কয়েকজন আমাকে টাকা দিলেন। দৃশ্য শেষ হওয়ার পর দেখি অনেক টাকা জমে গেছে। প্রোডাকশনের ছেলেরা গুনে জানাল, প্রায় পাঁচ শ টাকা হয়েছে। তখন মনে হচ্ছিল, বাহ! এত কম সময়ে এত আয় তো মন্দ নয়।’

তবে ভিক্ষুকের চরিত্র করতে গিয়ে কিছু উপলব্ধি হয়েছে নাসির উদ্দিনের। সেগুলোও ভাগ করেছেন। তার কথায়, ‘ভিক্ষা করা সহজ মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে অপমান। অন্যের কাছে হাত পাতা মানেই একটা অসম্মান বহন করা। মানুষ তাই সহজে এই পথে আসে না।’

‘নয়া নোট’ নির্মাণ করেছেন অনন্য প্রতীক। এতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ, নওবা তাহিয়াসহ আরও অনেকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর