কৈশোরে সংসার শুরু করেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ১৬ বছর মা হন। বলতে গেলে সন্তান ঝিনুক আর তিনি প্রায় এক সঙ্গেই বেড়ে উঠেছেন। মা-ছেলের বোঝাপড়াটাও বন্ধুর মতো। ঝিনুকের বন্ধুরাও তাকে আন্টির বদলে দিদি ডাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এ কথা বলেন শ্রাবন্তী। তার ভাষ্য, ‘‘তখন আমি দশম শ্রেণি। ‘চ্যাম্পিয়ন’ মুক্তি পেয়েছিল। তার পরের বছর, মানে ক্লাস ইলেভেনে আমার ছেলে হয়। অনেকে এটা শুনে আমায় বলবে ‘ইঁচড়ে পাকা’!’ ’

এত বছর পরে কি আর কিছু যায়-আসে আপনার? এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘না, এখন আর গায়ে মাখি না। আর আমার মনে হয়, ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা রয়েছে। যেমন ঝিনুক হওয়ার পাঁচ বছর পরে আবার আমি কাজে ফিরি। তখন আমার মাত্র ২১ বছর বয়স। তবে এটা সত্যি, ১৬ বছরটা মা হওয়ার জন্য খুবই কম বয়স। ওটা বাড়াবাড়ি।’
এরপর যোগ করেন, ‘ছেলের বন্ধুরা তো আমারই বন্ধু! দুই-একজন ছাড়া আর কেউ ‘আন্টি’ বলে না। আমি ওদের সবার দিদি।’

পূজায় মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর সিনেমা দেবী চৌধুরানী। নামভূমিকায় আছেন তিনি। দশ বছর পর এ ছবি দিয়ে পূজায় প্রেক্ষাগৃহে আসছেন নায়িকা। এতে তার বিপরীতে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে দেখা যাবে ভবানী পাঠক চরিত্রে।

