রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবৈধ অ্যাপে জড়িত থাকায় মিমি-উর্বশীকে ইডির তলব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

অবৈধ অ্যাপে জড়িত থাকায় মিম ও উর্বশীকে ইডির তলব
মিমি চক্রবর্তী-উর্বশী রাওতেলা

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে তারকাদের জড়িত থাকার ঘটনা নতুন না। এবার এ তালিকায় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। অবৈধ অ্যাপে জড়িত থাকার কারণে তাঁদের দুইজনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য।   

জানা গেছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলমান তদন্তের অংশ হিসেবে দেশটির তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার অংশ হিসেবে মিমি ও উর্বশীকে ইডির দফতরে হাজিরা দিতে হবে। 

537784609_1349447373205146_5906350465440659281_n

এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) নির্দেশ অনুযায়ী আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) মিমিকে ইডির দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে উর্বশী রাওতেলাকে হাজিরা দিতে হবে ১৬ সেপ্টেম্বর। তবে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি দুই তারকা অভিনেত্রী।  

ইডির অভিযোগ অনলাইনে জুয়া অ্যাপগুলোর প্রচারণা চালিয়ে ব্যাপক আর্থিক সুবিধা পেয়ে থাকেন অভিনেতা-অভিনেত্রীরা। একই সঙ্গে তদন্তকারী সংস্থা আরও দাবি করেছে বেটিং অ্যাপগুলো অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করছে।   


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকাকে আইনি জটিলতায় পড়তে হয়েছে। গত বছর বেটিং অ্যাপে জড়িত থাকার অভিযোগে বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নাম এসেছে। 

গত জুলাই মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে নিজের যুক্তি তুলে ধরেন অভিনেতা প্রকাশ রাজ।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর