শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নায়ক আলমগীরের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্কবার্তা আঁখির 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম

শেয়ার করুন:

নায়ক আলমগীরের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্কবার্তা আঁখির 

তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি থাকার খবরটি নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমনটা শোনা যায়। এবার এ ঘটনা ঘটেছে নন্দিত অভিনেতা আলমগীরের সঙ্গে। সামাজিক মাধ্যমে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট গ্রুপ রয়েছে তার নামে। বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিলেন আলমগীরকন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

এ প্রসঙ্গে নিজের ফেসবুকে আঁখি লিখেছেন, ‘এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না দয়া করে।’


বিজ্ঞাপন


আলমগীর ফেসবুক ব্যবহার করেন না উল্লেখ করে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার বাবাকে নিয়ে যদি ফ্যান ক্লাবের মতো কিছু বানায়, তাহলে কিন্তু শুধু উনাকে নিয়েই সীমাবদ্ধ থাকা উচিত। এসব পেজে দেখা যায়, তারা সবার ছবি দিচ্ছে, অনেক তথ্য শেয়ার করছে। কিছু ভুল, কিছু সঠিক। এটা আমাদের পরিবারের জন্য ভীষণ আপত্তিকর বিষয়। মেয়ে হিসেবে বিষয়টি পরিষ্কার করা আমার দায়িত্ব। কারণ, উনাদের মাপের মানুষেরা এটা নিয়ে কথা বলবেন না। আমার বাবার ফ্যান পেজে আপত্তিকর কিছু আসবে, বা অন্য কেউ আপত্তি জানাবে—এটা তো আমাদের জন্য সম্মানের কিছু না।’

আরও বলেন, ‘এসব আইডি ও পেজ থেকে অনেক কিছু পোস্ট হয়, মাঝে মাঝে আমাকেও ট্যাগ করা হয়। হয়তো তারা ভাবে, তারা অন্যায় কিছু করছে না, বা ন্যায়-অন্যায় বোধটা তাদের মধ্যে কাজ করছে না। আমার মতে, কিছু কিছু লেজেন্ডকে এসব থেকে মুক্ত রাখা উচিত। আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি অনেক বছর কাজ করেছেন। তাদের আর প্রচার-প্রসারের প্রয়োজন নেই। তারা প্রচারের ঊর্ধ্বে।’

আইনি পদক্ষেপ নিতে চান কি না জানতে চাইলে আঁখি জানান, সাইবার ক্রাইমে দৌড়াদৌড়ির মতো এত সময় নেই নায়ক আলমগীরের। সতর্ক করতেই বিষয়টি সামাজিক মাধ্যমে লিখেছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর