শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কন্যার প্রথম জন্মদিন, কী উপহার দিলেন দীপিকা? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

কন্যার প্রথম জন্মদিন, কী উপহার দিলেন দীপিকা? 

সন্তান জন্মের পর থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন দীপিকা পাডুকোন। পেশাগত ব্যস্ততার বাইরে কন্যা দুয়াকে ঘিরে চলছে তার জীবন যাপন। দেখতে মা হওয়ার এক বছর পূর্ণ হলো তার। মেয়ের প্রথম জন্মদিনে নিজ হাতে কেক বানালেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার সকালে নিজের ইনস্টাগ্রামে মেয়ের জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নেন দীপিকা। তবে একটু অন্যরকমভাবে। 


বিজ্ঞাপন


এদিন সকালে একটি চকোলেট কেকের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে দীপিকা ক্যাপশনে লেখেন, ‘আমার লাভ ল্যাঙ্গোয়েজ? আমার মেয়ের জন্য তার প্রথম জন্মদিনে কেক বেক করা।’ অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে, মেয়ে দুয়ার জন্মদিনে উপহার হিসেবে নিজে হাতে কেক বানিয়েছেন দীপিকা। এটাই তার ভালোবাসার বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন নায়িকা।

তবে অনুরাগীরা দীপিকাকন্যার মুখ দেখতে মুখিয়ে থাকলেও সে পথে হাঁটেননি। সন্তানের ছবি প্রকাশ করেননি দীপিকা ও রণবীর সিং। জন্মের পর মেয়ের ছোট্ট দুই পায়ের ছবি প্রকাশ করেছিলেন। তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর