শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কপালে জখম, চেহারায় ক্ষোভ— এ কোন রূপে শুভশ্রী  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

কপালে জখম, চেহারায় ক্ষোভ— এ কোন রূপে শুভশ্রী  

সুসময়ের আকাশে ডানা মেলে উড়ছেন শুভশ্রী গাঙ্গুলী। সম্প্রতি ধূমকেতু সিনেমা দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। এবার দেখা গেল নতুন অবতারে। কপালে জখম, চোখে-মুখে ক্ষোভ। সামাজিক মাধ্যমে এমন রূপে দেখা দিয়েছেন অভিনেত্রী।

অদিতি রায়ের পরিচালনায় হইচই’র পর্দায় নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’এ দেখা যাবে শুভশ্রীকে। কারাগারে বন্দি এক অন্তঃসত্ত্বা নারীর গল্প বলবে এই সিরিজ। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে তার মুখে ক্ষোভের ছায়া স্পষ্ট। চোখে রাগ, কপালে কাটা দাগ আর তার সঙ্গে চেহারায় যেন যুদ্ধং দেহি ভাব। 


বিজ্ঞাপন


উল্লেখ্য, শুভশ্রীকে এখানে দর্শক পাবেন একজন সাংবাদিকের চরিত্রে। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই ছবিতে শুভশ্রী ছাড়াও থাকবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে সাহেব চট্টোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিত্র দত্ত বণিক প্রমুখ। এছাড়াও থাকবেন এক ঝাঁক নতুন তারকা।

শুভশ্রীকে সবশেষ দেখা গেছে ধূমকেতু সিনেমায়। এতে দেব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী প্রমুখ।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর