শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাকিবের ছবিতে শাহরুখ, রণবীরদের ডিওপি কে এই অমিত রায়?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম

শেয়ার করুন:

শাকিবের ছবিতে শাহরুখ, রণবীরদের ডিওপি কে এই অমিত রায়?

শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এ ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে যুক্ত হয়েছেন অমিত রায়। তিনি বলিউডের নামী চিত্রগ্রাহক। নিয়মিত ক্যামেরার দায়িত্ব সামলান শাহরুখ খান রণবীর কাপুরসহ বি-টাউনের ডাক সাইটে সব তারকাদের সিনেমায়। চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে। 

বলিউডে অমিত রায়ের যাত্রা শুরু শুন্য দশকের শুরুতে অর্থাৎ ২০০ সালে। কিংবদন্তি নির্মাতা রামগোপাল ভার্মার হাত ধরে শুরু হয়েছিল পথচলা। শুরুতেই নিজের কারিশমা দেখিয়েছিলেন অমিত। ২০০৩ সালের কথা। দরনা জরুরি হ্যায় সিনেমার একটি এপিসোডে তার নির্মিত একটি দৃশ্য অবাক করে দেয় রাম গোপাল ও সাজিদ খানকে। ওই দৃশ্য তৈরিতে খরচ হয়েছিল মাত্র ৩০০ টাকা। 

2025-04-07T07_38_40.476Z-Image7

অর্থাৎ পুরো দৃশ্যটি পোস্ট-প্রোডাকশনে ব্যয়সাপেক্ষভাবে করার পরিবর্তে রায় মাত্র ৩০০ টাকার একটি ফিল্টার ব্যবহার করে সমাধান দেন। বলিউডে নিজের ভিত শক্ত করতে ওই একটি ম্যাজিকই যথেষ্ট ছিল। এরপর আর পেছনে তাকাতে হয়নি অমিত রায়কে। 

শুধু মেধাবী নন ব্যক্তিত্বেও প্রখর অমিত। রাম গোপাল ভার্মা পরিচালনায় কাজ করলেও তার প্রযোজিত সিনেমায় কখনও ক্যামেরা ধরেননি। ভার্মা নিজের প্রযোজিত ছবিতে অমিতকে ডাকলে সাফ জানিয়েছিলেন, তিনি কেবল রামগোপাল ভার্মা পরিচালিত সিনেমাতেই কাজ করতে চান, তার প্রযোজিত সিনেমাতে নয়! 

544366471_3278136265658110_7626995391280237794_n

অমিত এখন বলিউডের বিখ্যাত ডিওপি। সেখানকার বাঘা বাঘা পরিচালকদের প্রথম পছন্দ তিনি। কাজ করেছেন শাহরুখ খান, রণবীরদের বিখ্যাত সব ছবিতে। অ্যানিমাল, ডাংকি, শি, নিশাব্দ, ইশক বিশক, ফিদা, সরকার, দেবা, রান, লাভ আজ কাল ২সহ একাধিক হিট ভারতীয় সিনেমার ভিজ্যুয়াল তৈরি করেছেন তিনি। 

এবার মন দেবেন ঢালিউড কিংয়ের সিনেমায়। এ খবর শুনে উদ্বাহু নৃত্য করছেন শাকিবিয়ান। বলিউড চিত্রগ্রাহকের ক্যামেরায় ঢালিউডের রাজাকে দেখার তর সইছে না তাদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর