শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার করলেন নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার।

আজ ৬ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে যেমন কালা মাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে! তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না।’


বিজ্ঞাপন


518271621_1300781438073655_1711349192832079214_n

এরপর লেখেন, ‘আমি কোনো রাজনৈতিক চরিত্র নই। বরং বলতে পারেন ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার ‘মঞ্চ’ না। ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর, আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতিতে পড়ে।’

ফারিয়ার কথায়, ‘জীবনে কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেগুলোর জন্য নিজে কোনোভাবেই দায়ী নই। যেমন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে যা-ই লিখি, কিছুক্ষণ পর দেখি সেটা খবর হিসেবে ছাপা হচ্ছে! প্রথমে হাসাহাসি করতাম, পরে বিব্রতবোধ হতো, আর এখন যেহেতু নিয়মিত অভিনয় করি না তাই “Who cares?” মুডে ঢুকে গেছি। কিন্তু কিছু ঘটনা থাকে, যেগুলো শুধু বিব্রতকর না, বিরক্তিকরও বটে! বিশেষ করে, জোর করে আমাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা।’

484049009_1211526773665789_6705767316320114406_n


বিজ্ঞাপন


অভিনেত্রী লিখেছেন, ‘অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার ইচ্ছা আমার কখনোই ছিল না। তা না হলে অভিনয় এর পাশাপাশি চাকরি না করে, টিকটকে নাচতাম, জিম করতাম, আর ব্যাকা হয়ে দাঁড়িয়ে পশ্চাৎদেশের মিরর সেলফি দিতাম। এই দেশে অ্যাটেনশনের জন্য খুব বেশি কষ্ট করতে হয় না, আমিও জানি, আপনারাও জানেন। আমি এখন ব্যক্তিগতভাবে খুব কঠিন ও সংকটপূর্ণ একটা সময় পার করছি।’

সবশেষে নেটিজেনদের প্রতি ফারিয়ার অনুরোধ, আল্লাহর দোহাই লাগে, দয়া করে অন্য কাউকে অহেতুক বিব্রতকর পরিস্থিতিতে ফেলার অভ্যাস ত্যাগ করুন। না হলে এমন এক অবস্থায় পড়বেন, যেখানে হেলিকপ্টার, ট্যাংক বা এমনকি বুড়িগঙ্গার গুয়ের পানিতেও ডুব দিয়ে পালাতে পারবেন না!

78741857_3241568719203586_2438398808208441344_n

দিন দুয়েক আগে ফেসবুকে পোস্ট দিয়ে ফারিয়া জানতে চান পঞ্চগড়ে পরিবার নিয়ে থাকার পরিবেশ সম্পর্কে। সেখানকার রিসোর্ট/হোটেল সম্পর্কে চান তথ্য। মন্তব্যের ঘরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম রিসোর্ট, ডাকবাংলো সম্পর্কে তথ্য দেন। এরপর থেকেই গুঞ্জন ওঠে তবে কি এনসিপিতে যোগ দিচ্ছেন ফারিয়া? অনেকের ধারণা সেকারণেই নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন ফারিয়া। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর