গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টলিউড অভিনেতা দেব-শুভশ্রী গাঙ্গুলী জুটির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। ছবি মুক্তিকে কেন্দ্র করে ১০ বছর পর একই মঞ্চে দাঁড়িয়েছিলেন টলিউডের জনপ্রিয় জুটি। করেছিলেন সোশ্যাল মিডিয়াতে ফ্লো। সিনেমার ঝড় থামতে না থামতে আবারও দ্বন্দ্বে জড়ালেন দেব-শুভশ্রী!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেবের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেবকে বলতে শোনা যায়, ২০২৫ সালে যদি ধূমকেতু তৈরি হয় তাহলে হয়তো শুভশ্রীকে সিনেমায় নেওয়া হতো না। ভারতীয় গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেছিলেন, ‘এই মুহূর্তে শুভশ্রী দুই বাচ্চার মা, বিবাহিত। ওঁর মধ্যে এখন আর সেই ইনোসেন্স ব্যাপারটা নেই। তাই চরিত্র যেটা ডিমান্ড করত সেটা হয়তো ও দিতে পারত না। সেক্ষেত্রে ওঁকে অন্য রোল অফার করা হতো।’

দেবের করা মন্তব্যে বিরক্তি প্রকাশ করেন শুভশ্রী। এক পডকাস্টে এসে শুভশ্রী বলেছিলেন, ‘একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। আমার কোনোদিনই পার্শ্বচরিত্র করতে অসুবিধে নেই। আমার কাছে সিনেমার চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো, একজন হিরোইনের সঙ্গে। আমি সত্যিই জানি না।’
এরপরই চর্চিত মন্তব্য নিয়ে দেব বলেছিলেনন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখন ধূমকেতু করলে শুভশ্রীকে নেওয়া হত কিনা। আমি তাকে কথা দিয়েছিলাম আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজে ও থাকবে তাই তাকে রাখতাম। ১০ বছর আগে যে চরিত্রটার জন্য তাকে নেওয়া হয়েছিল সেটায় ও ফিট করেছিল। কিন্তু আজ যদি কাস্টিং হয়, সেখানে তার জায়গায় যদি কেউ ডিজার্ভিং হন, তাকে কাস্ট করব। আমি ওখানে এটাও বলেছিলাম যে, দেব কেও কাস্টিং করতাম না। কারণ দেবের মধ্যেও সেই সারল্য নেই।’

দুই তারকার কথার দ্বন্দ্বে জল্পনা শুরু হয় আবারও তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। এরইমধ্যে সামনে এসেছে দেবের সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ। সাক্ষাৎকারে দেব বলেন, “ধূমকেতু’ ছবির জন্য প্রথমে নায়িকা হিসেবে শ্রাবন্তীকে অ্যাপ্রচ করা হয়েছিল। শুভশ্রীকে নয়। রানা সরকার আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের মনে হয়েছিল যে এই ছবির হাত ধরে দেব আর শুভশ্রীকে কামব্যাক করানো যেতে পারে। তাই শুভশ্রীকে নেওয়া হয়েছিল। কিন্তু যে কথাটা নিয়ে এত বিতর্ক, শ্রাবন্তীও কিন্তু তখন বিবাহিত এবং এক বাচ্চার মা ছিল।’
সবশেষে দেব বলেন, “যেদিন থেকে আমি শ্রাবন্তীর সঙ্গে সিনেমায় কাজ করছি, তার আগে থেকে শ্রাবন্তী বিবাহিত এবং এক ছেলের মা। তাই এই ব্যাপারটা নিয়ে আমার মধ্যে কখনোই ভিন্ন কিছু কাজ করেনি। তবে আমার মনে হয়, আমাদের সবাইকেই এগিয়ে যেতে হবে। সবকিছু মেনে নিতে হবে।’
ইএইচ/

