এক শীর্ষ সন্ত্রাসীর গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ব্রেকিং নিউজ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তার বিপরীতে আছেন তানজিম সাইয়ারা তটিনী।
গল্পে দেখা যাবে, ইফতি দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। আতঙ্কের অন্য নাম। দেশের বড় বড় ক্রাইমের সঙ্গে তার সম্পৃক্ততা সবাই জানে। কিন্তু কে এই ইফতি তা প্রশাসন খুঁজে বের করতে পারেনি। তার গ্যাংয়ের সন্ধানও কারও কাছে নেই।
বিজ্ঞাপন
ইফতি খুব স্মার্ট। পরিপাটি থাকে। একদিন একটি অপরাধমূলক কাজ ঘটিয়ে ফিরছিল। ঠিক তখন সেখানে উপস্থিত হয় ক্রাইম রিপোর্টার মারিয়া মম। সে দেশের নামকরা চ্যানেল নিউজ সেভেন-এর ক্রাইমওয়াচ প্রোগ্রামের সঞ্চালক ও রিপোর্টার। রাতে ইফতি টিভির সামনে বসতেই চ্যানেল সেভেন-এর ক্রাইমওয়াচ অনুষ্ঠানটি চোখে পড়ে।
সেখানে তাদের অপরাধমূলক ঘটনাটি সম্পর্কে বলা হয়। মারিয়া বারবার এই ক্রাইমে ইফতির জড়িত থাকার ব্যাপারটি ফলাও করে বলছে আর পুলিশের কাছে জানতে চাইছে ইফতিকে গ্রেফতার না করার কারণ।
ইফতি তার সাঙ্গপাঙ্গকে মারিয়াকে তুলে আনার নির্দেশ দেয়। এক ঘণ্টার মধ্যে চোখ বেঁধে তুলে আনা হয় মারিয়াকে। ইফতির সামনে একটি চেয়ারে বসানো হয়। চোখ খোলার পর মারিয়া ইফতিকে দেখে চিৎকার করে জানতে চায় তাকে তুলে আনার কারণ।
ইফতি বলে সে সামনে থেকে তার লাইভ দেখতে চায়। রাগে ক্ষোভে মারিয়া বলে এর ফলাফল ভালো হবে না। ইফতি শুধু হাসে আর মারিয়াকে দেখে। বদলে যেতে থাকে গল্প।
বিজ্ঞাপন
আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হব ‘ব্রেকিং নিউজ’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

