শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টাইগার শ্রফের ‘বাগি-৪’ সিনেমার ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

টাইগার শ্রফের ‘বাগি-৪’ সিনেমার ট্রেলার প্রকাশ
টাইগার শ্রফে

দিন কতক আগে ‘বাগি-৪’ ছবির টিজার টাইগার শ্রফ ভক্তদের উন্মাদের জাগিয়ে দিয়েছিলেন। প্রথম ঝলকে নতুন রূপে নজর কাড়েন অভিনেতা। এমন ভংয়কর রূপে আসবেন অভিনেতা অতটা ভাবেননি কেউ। কিন্তু সেটাই হলো। আজ শনিবার প্রকাশ্যে এসেছে ‘বাগি’-এর চতুর্থ ফ্র্যাঞ্চাইজি ট্রেলার।  

৩ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে ভরপুর অ্যাকশন। নিখাদ প্রেমের গল্প এটি। যেখানে টাইগার তাঁর প্রেমিকার প্রেমে আচ্ছন্ন। তবে সে কিছুতেই স্বীকার করতে চায় না তাঁর প্রেমিকার মৃত্যু হয়েছে। এ ছবিতে একজন নৌবাহিনী অফিসারের চরিত্রে অভিনয় করেছেন টাইগার। প্রেমিকার মৃত্যুর পর তাঁর জীবনে নেমে আসে নানা ঘাত-প্রতিঘাত। টাইগারের প্রেমিকার মৃত্যুর পেছনে দায়ী সঞ্জয় দত্ত! ‘মুন্না ভাই’ খ্যাত অভিনেতার ভংয়কার লুকও নেটিজেনদের নজর কেড়েছে। 

Untitled_design(11)

টাইগারের আসন্ন সিনেমাকে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিমেল’-এর সঙ্গে তুলনা করছে সিনেমাপ্রেমীরা। তার বড় কারণ হলো, ‘অ্যানিমেল’ ছবির মতো মারপিট ও অ্যাকশন। রণবীর কাপুরের ছবির অভিনেতা সৌরভ সচদেবকে দেখা যাবে ‘বাগি-৪’ সিনেমায়। পার্থক্য শুধু এইটুকুই, ববি দেওলের পরিবর্তে এই সিনেমায় রয়েছেন সঞ্জয় দত্ত। 

সিনেমায় হরনাজ সান্ধু এবং সোনামকেও দেখা গেছে দুর্দান্ত অ্যাকশনে। ছবিতে টাইগারের বন্ধুর ভুমিকায় অভিনয় করেছেন শ্রেয়স তালপাড়ে। টাইগারের বিপরীতে অভিনয় করেছেন সোনম বাজওয়া। ছবিটির চিত্রনাট্য, সংলাপ ও প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ৫ সেপ্টেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।   

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর