শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওরিকে স্বামী বলে পরিচয় জাহ্নবীর, তবে কি বিয়ে করেছিলেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

ওরিকে স্বামী বলে পরিচয় জাহ্নবীর, তবে কি বিয়ে করেছিলেন
জাহ্নবী কাপুর-ওরি

সিনেমার শুটিংয়ের জন্য তারকাদের বিভিন্ন দেশ-বিদেশে ঘুরে বেড়াতে হয়। কাজ শেষে আবাসিক  হোটেলে অবস্থান করেন সিনেমা সংশ্লিষ্টরা। হোটেলে অবস্থানকালে অভিনেত্রীদের প্রায়ই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। তেমনই এক অভিজ্ঞতার মুখমুখি হয়েছিলেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। পরিস্থিতি সামাল দিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি ওরফে ওরহান আওয়াত্রামানিকে স্বামী হিসেবে পরিচয় দেন জাহ্নবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।    

অভিনেত্রীর কথায়, ‘অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে আমি অনেকবার বলেছি আমার বিয়ে হয়ে গেছে। বিদেশে থাকাকালীন বেশিরভাগ সময়েই কেউ কেউ ব্যক্তিগতভাবে এসে নানা প্রস্তাব দেয়। এল.এ-তে অনেক ওয়েটার আমাকে তাঁদের ফোন নম্বর লিখে দিতেন। এমন কিছু দিতেন যা আমি অর্ডার করিনি। একবার আমি ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছিলাম উনি আমার স্বামী।’ 

janvi_orry

বর্তমানে শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহ্নবী। নিজের প্রথম ডেটের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। জাহ্নবীর মতে, ‘প্রথম ডেটটাই খুব গুরুত্বপূর্ণ। কেউ যেন দেরি করে না আসে, বরং আগে এসে অপেক্ষা করে। তাঁকে যেন নার্ভাস দেখায়। বিলাসবহুল দামি জিনিসের থেকে আবেগঘন মুহূর্তগুলো বেশি মূল্যবান।’ 

বলে রাখা ভালো, গতকাল শুক্রবার (২৯ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘পরম সুন্দরী’ছবিটি। সিনেমাতে এক পাঞ্জাবি ছেলের সঙ্গে এক দক্ষিণ ভারতীয় মেয়ের প্রেমকাহিনি তুলে ধরা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তুষার জালোটা। প্রযোজনা করেছে দিনেশ বিজনের ম্যাডক ফিল্মস। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর