শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের ছয় বছর পর অভিনেত্রী বললেন ‘বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

বিয়ের ছয় বছর পর অভিনেত্রী বললেন ‘বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না’
শার্লিন ফারজানা

রূপে ও সৌন্দার্যে অনন্য ছোটপর্দার অভিনেত্রী শার্লিন ফারজানা। মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। কাজ করেছেন বেশকিছু বিজ্ঞাপন চিত্রে। দর্শকদের উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় নাটক। ২০১৯ সালে বিয়ের পর দীর্ঘ ছয় বছর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছিলেন। সংসার জীবন নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানের মা এই জনপ্রিয় অভিনেত্রী। 

সম্প্রতি আবারও নাটক-সিনেমার কাজ শুরু করেছেন। ইতিমধ্যে চার-পাঁচটি নাটক এবং একটি সিনেমার শুটিং সেরেছেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। 


বিজ্ঞাপন


মা হওয়ার পর জীবনে কোন পরিবর্তনগুলো সবচেয়ে বেশি অনুভব করেছেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ের জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। এরপর সন্তানের মা হলাম। যখন মা হলাম, ভাবলাম, অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। বাচ্চার মা হওয়ার পর একটা দিনও আমি খারাপ থাকিনি। ওদের স্পর্শই আমাকে অন্য রকম অনুভূতি এনে দেয়। আগে কোনো কিছু করার আগে চিন্তা করতাম না। এখন কিছু করার আগে অনেকবার ভাবি।’

sharlin_farzana_h

বিয়ে ও সংসারজীবনের অভিজ্ঞতা অভিনয়ে প্রভাব ফেলেছে বলে জানান শার্মিল। অভিনেত্রীর ভাষায়, ‘আমার মনে হয়, ইতিবাচক পরিবর্তনে (স্বামী) এহসান আমার জীবনে বড় একটা ভূমিকা রেখেছে। সে খুব ম্যাচিউরড একজন মানুষ। আমি তো পরিণত ছিলাম না। এখন আর ও রকম নেই আমি।’


বিজ্ঞাপন


‘জীবন আমার বোন’ চলচ্চিত্রে নীলা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শার্মিল। তিনি জানিয়েছেন, নীলা ভিন্ন রকম একটা চরিত্র। ১৯৭১ সালের একটি পরিবারের গল্প নিয়ে ছবিটা, ফ্যামেলি ড্রামা। অভিনেত্রীর চরিত্রটা পরিবার থেকে মুক্ত হওয়ার, ব্যক্তিস্বাধীনতার গল্প।

ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর