রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমেরিকাতে আসিফ-আনিসা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

আমেরিকাতা আসিফ-আনিসারা

বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। দীর্ঘ সংগীত জীবনে শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্যা জনপ্রিয় গান। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

দেশ ও দেশের বাইরে ওপেন কনসার্টে অংশ নিতে পারেননি। এবার প্রায় দেড় মাসের সংগীতসফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন আসিফ ও তাঁর দল ‘দি এ টিম’। আমেরিকার সফরে আসিফের সফরসঙ্গী হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিয়া আনিসা। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সামাজিকমাধ্যমে নিউ ইয়র্ক বিমানবন্দরের একগুচ্ছ ছবি প্রকাশ করে আমেরিকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন আনিসা। 


বিজ্ঞাপন


Atiya_Anisha_h

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘অবশেষে নিউ ইয়র্কে। নিজেকে ধন্য মনে করছি! এয়ারপোর্টে এত ভালোবাসা পেয়ে আপ্লুত। নিউ ইয়র্কে সবাই যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর জন্য কৃতজ্ঞ!’ 

ওই পোস্টের মন্তব্যের ঘরে জনপ্রিয় গায়ক শুভ দেব লিখেছেন, শুভকামনা রইল। যখন তোমাকে খুব কম মানুষ চিনতো, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে ভবিষ্যতে তুমি একজন সত্যিকারের গায়ক হবে। একই বছরে তুমি তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছিলে। আমি সেই সময়ে ভীষণ খুশি হয়েছিলাম। তাই আমি তোমাকে গুলশান ক্লাব এবং গুলশান নর্থ ক্লাব-এর দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিয়েছিলাম। এখন আমার একটাই প্রত্যাশা—তুমি আমেরিকাও জয় করো।’ 


বিজ্ঞাপন


আমেরিকায় পৌঁছে দেশটির বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন আসিফ ও তার দল এবং আনিসা। তার প্রমাণ মিলেছেন গায়িকার ফেসবুক পোস্টের। টাইম স্কয়ার থেকে একগুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। 

Atiya_Anisha_rr

জানা গেছে ১৭ বছর পর আগামীকাল ৩০ আগস্ট আমেরিকার বাফেলোতে ঐতিহ‍্যবাহী ফোবানা কনভেনশনের মাধ‍্যমে ‘দি এ টিম’ তাঁদের প্রত্যাবর্তন করবে। 

‘দি এ টিমে’ আসিফের সঙ্গে টিম লিডার হিসেবে এবং কি-বোর্ডে থাকছেন উজ্জ্বল সিনহা, লিড গিটারে শামু বড়ুয়া, ড্রামসে বিকাশ রায় এবং বেজ গিটারে নাদিমুর রহমান। সংগীতসফরটির আয়োজন করছে গ্যালাক্সি মিডিয়া। বাংলাদেশ থেকে সমন্বয় করছেন রূপকথা প্রোডাকশনসের এনামুল কবীর সুজন। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর