রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘তাণ্ডব’ থেকে বাদ পড়া নেহা এবার দুই সিনেমায় 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

‘তাণ্ডব’  থেকে বাদ পড়া নেহা এবার দুই সিনেমায় 

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা দে নেহা। কিন্তু শেষ পর্যন্ত বাদ দেওয়া হয় তাকে। ক্ষোভে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সেসময়। নতুন খবর হলো, নিদ্রা নেহা এবার দুটি সিনেমায় যুক্ত হয়েছেন। ঢাকা মেইলকে নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘সামনে দুটি সিনেমার কাজ আছে। আপতত প্রস্তুতি নিচ্ছি। এরমধ্যে বিজ্ঞাপনের কাজগুলো করা হচ্ছে। মাঝে আমার পা ভেঙেছিল। দেড় মাস আমি বেড রেস্টে ছিলাম। সুস্থ হয়ে ফের কাজ শুরু করলাম। সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না।’


বিজ্ঞাপন


‘তাণ্ডব’  সিনেমা থেকে বাদ পড়ার বিষয়টিকে অপেশাদারিত্বের অভিযোগ এনে নেহা বলেছিলেন, ‘এখন যে প্রজেক্টটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে বলি। অনেকে আমাকে ভুল বুঝছেন। সামাজিক মাধ্যমে কেউ কেউ মন্তব্য করছেন, ‘অডিশনে না টিকলে তো বাদ দেবেই।’ কিন্তু বিষয়টি অডিশনের না। আমি একদিন শুটিংও করেছি। আমার বাবা ক্যানসারের রোগী। চিকিৎসার জন্য তাকে মুম্বাই নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাজটির জন্য আমি সব বাদ দিই। ফ্লাইটের টিকিট বাতিল করে তাদের মে পর্যন্ত টানা দুই মাসের ডেট দিই। ঈদের আগে একদিন শুটিংও করি। এরমধ্যে এক রিপোর্টার আমার কাছে নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে ছবিটির কথা বলি।  এরপর নিউজ হলো। আমাকে নায়িকা বানিয়ে দেওয়া হলো। আমি তখনও নিউজটি দেখিনি। কিন্তু ছবি সংশ্লিষ্টরা মনে করলেন আমি নিউজ করিয়েছি। আমার সঙ্গে চেচামেচি করলেন। আমি বললাম, করাইনি। যেখান থেকে নিউজ করা হয়েছে সেখান থেকেও জানানো হলো  আমি করাইনি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর