শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দর্শকদের খুশি করতে না পারলে কাজ করে ফায়দা কী: ইরফান সাজ্জাদ

মো: ইনামুল হোসেন
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

দর্শকদের খুশি করতে না পারলে কাজ করে ফয়দা কী: ইরফান সাজ্জাদ
ইরফান সাজ্জাদ

গত মাসের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অভিনেতা ইরফান সাজ্জাদের নতুন সিনেমা ‘আলি’। এরমধ্যে কেটে গেছে এক মাসের বেশি সময়। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে ‘ঢাকা মেইল’-এর মুখোমুখি অভিনেতা। 

বর্তমান কাজের ব্যস্ততা? 


বিজ্ঞাপন


বর্তমানে নাটকে ব্যস্ততা কম। নাটকে কম কাজ করছি। কারণ, সামনে একটা সিরিজের কাজ আছে। যে কাজগুলো করলে আমার জন্য ভালো হবে এবং দর্শকদের মনোযোগ ধরে রাখা যাবে এ ধরণের কাজ করার চেষ্টা করছি। সিরিজের শুটিং অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। পাশাপাশি একটি সিনেমার কথা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরে শুটিং শুরু হতে পারে। 

irfan_sajjad_c

নাটকের দর্শকদের থেকে দূরে সরে যাচ্ছে কি না?

দর্শকদের থেকে দূরে চলে যাচ্ছি ব্যাপারটা এমন না। বা নাটক ছেড়ে দিয়েছি তাও না। ভালো গল্প পাচ্ছি না। আবার ভালো গল্প পেলে ভালো বাজেটের কাজ পাচ্ছি না। ব্যাটে বলে হচ্ছে না। সবকিছু ঠিকঠাক মিলে গেলে নাটকে কাজ করব। আমার কথা হচ্ছে যে কাজটা নিয়েই দর্শকের সামনে আসি আমি চাই দর্শকরা আমাকে নিয়ে গর্ববোধ করুক। তাঁরা বলুক, ‘বা ভালো একটা কাজ হয়েছে’। এরকম বেশকিছু কাজ পাইপ লাইনে আছে। যেগুলো প্রর্যায়ক্রমে রিলিজ হবে। নতুন কাজের পরিকল্পনা চলছে। একটা সময় তো ভালো বা খারাপ এভারেজ কাজ করতাম। সম্প্রতি মনে হলো সেই জায়গায় একটু ফিল্টার করার সময় এসেছে। ক্যারিয়ারের এ পর্যায় এসে অনেক অনেক কাজ না করে দুই তিনটা কাজ যাই করি আমার দর্শক যাতে খুশি হয়। দর্শকদের যদি খুশি করতে না পারি তাহলে কাজ করে ফায়দা কী?    


বিজ্ঞাপন


নাটকে লগ্নি কমছে ফলে অনেকেই কাজ হারাচ্ছেন, এটা আপনার ব্যস্ততায় কোনো প্রভাব ফেলেছে? 

গত দুই বছর ধরে কাজ একটু কমা করছি। আপনি আমাকে কয়েকটা কাজের প্লান দিলেন তখন দুই-তিনবার না করেছি। পরবর্তীতে আপনি চিন্তা করবেন ইরফানের কাছে যেতে হলে ভিন্নভাবে যেতে হবে। গতানুগতিক স্ক্রিপ্টে সে কাজ করবে না। তখন তো আপনি আর আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে তখনই আসবেন যখন আমার মতো স্ক্রিপ্ট পাবেন। এরকম করতে করতে অনেক পরিচালকের সঙ্গেই যোগাযোগ হয় না। তাঁরা যেভাবে কাজ করে ওই কাজ নিয়ে আমার কাছে আসেন না। সব মিলায়ে ইন্ডাস্ট্রিতে কাজ কমেছে। সাম্প্রতিক যে নাটকগুলো রিলিজ হচ্ছে ঘুরেফিরে একই আর্টিস্টের নাটক রিলিজ হচ্ছে। সবার জন্য কাজ কমেনি। একটা নির্দিষ্ট জোনের আর্টিস্ট নিয়মিত কাজ করছে। সামগ্রিকভাবে বলতে গেলে কাজ কমেছে। প্রযোজক এবং ব্র্যান্ডগুলোর দিক থেকে সাপোর্ট একটু কম। আগে ব্র্যান্ডিং পাইলে যে কাজ ১৫ লাখ টাকায় করত। এখন ব্র্যান্ড না থাকায় ৭-৮ লাখ টাকার মধ্যে কাজ করার পরিকল্পনা করতে হচ্ছে। তাছাড়া দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এখন সবাই একটু সাবধানতার সঙ্গে এগোচ্ছে বলে মনে হচ্ছে। যাদের বাজেট আছে তাঁরা কাজ করে যাচ্ছে। যাদের বাজেট নেই তাঁরা রক্ষণশীল হয়ে গেছে। এর প্রভাব সবার ওপর পড়েছে। যে আর্টিস্ট আগে প্রতিমাসে ১০টা কাজ করত সে এখন ৬টা করছে। যে ৬টা করত সে ৩টা করছে। এভাবে সবার কাজ কমেছে।      

irfan_sajjad_n

অভিনয়ের পাশাপাশি একজন ক্রিকেটপ্রেমী হিসেবে দেশের ক্রিকেট নিয়ে আপনার ভাবনা… 

আমার মনে হচ্ছে দেশের ক্রিকেট শেষের দিকে। ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই যদি নতুন করে কিছু না করেন তাহলে কয়েক বছরের মধ্যে আমাদের দেশ থেকে ক্রিকেট গায়েব হয়ে যাবে। কারণ, পাইপ লাইনে যদি ভালো ক্রিকেটার না পান তাহলে ক্রিকেট বাঁচবে না। উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের যে পাঁচজন সিনিয়র ক্রিকেটার ছিলেন। তাঁদের যখন বয়স হয়ে যাচ্ছিল তখন তো মেনেজমেন্ট জানত, একটা সময় এরা থাকবে না। তাঁদের বিকল্প কে? ওইটা তো ক্রিকেট ম্যানেজমেন্ট তৈরি করতে পারেনি। নতুন ক্রিকেটার তৈরি করতে না পারার কারণ- আমাদের ক্রিকেটটা ঢাকা কেন্দ্রীক। ঢাকাকে কেন্দ্র করে দেশের ক্রিকেট গড়ে তোলা সম্ভাব না। বিশ্বের বড় বড় প্রদেশের দলগুলো আমাদের দেশের ‘এ’ দলের থেকে অনেক শক্তিশালী। ঢাকার পরে সবচেয়ে বড় শহর চট্টগ্রাম। ওখানকার ক্রিকেট একবারে ধ্বংস। সেখানে থেকে তামিম ইকবালের পরে একজন ক্রিকেট উঠে আসল না। কারণ, ওখানে ক্রিকেট বলতে কিছুই নেই। ওখানে ক্রিকেটের যে মান সাত দিন অনুশীলন করে আপনিও ভালো ক্রিকেট খেলতে পারবেন। মানে ক্রিকেটের মান এতোই বাজে। আমার মনে হয় প্রত্যেকটা জেলায় স্টেডিয়াম, অনুশীলনীর জন্য মাঠ তৈরি এবং ক্রিকেটারদের যথাযত সুযোগ সুবিধা দেওয়া জরুরি। পাইন লাইন তৈরি করতে না পারলে আগামী পাঁচ বছরের মধ্যে ক্রিকেট নাই হয়ে যাবে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজক হবে। ক্রিকেট তো আমাদের অনেক বড় একটা শাক্তি।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর