ভিড়-বাট্টায় নারীদেরর যৌন হেনস্তার ঘটনা নিতুন না। সাধারণ থেকে তারকা সব শ্রেণীর নারীদের রয়েছে এমন অভিজ্ঞতা। তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী ডেইজি শাহর। ভিড়ে এক ব্যক্তি তার নিতম্বে বাজেভাবে স্পর্শ করেছিলেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ডোম্বিভলিতে আমি ফুটপাথে হাঁটছিলাম, হঠাৎ একজন আমার পাশ দিয়ে চলে গেল এবং আমাকে খারাপভাবে স্পর্শ করল। আমি ফিরে তাকাই, তখন ভিড়ের কারণে বুঝতে পারিনি কে সেই ব্যক্তি।’

কিন্তু ভিড়ের কারণে সেদিন ক্ষুব্ধ হওয়া স্বত্বেও প্রতিক্রিয়া জানাতে পারেননি। তবে জয়পুরহাটে একই অভিজ্ঞতার সম্মুখীন হলে ছেড়ে কথা বলেননি। রাগে ফেটে পড়েন।
তার ভাষ্য, ‘আমরা জয়পুরের একটি বিখ্যাত মহলে একটি গানের শুট করছিলাম। সেটি ছিল জনপ্রিয় পর্যটক এলাকা। কিন্তু সেখানে কেবল একটি প্রবেশ ও প্রস্থান গেট রয়েছে। প্রায় ৫০০ দর্শক এবং ২০০ নৃত্যশিল্পীর ভিড় ছিল। যখন প্যাক-আপ ঘোষণা করা হলো, সবাই সেই একটিই গেট দিয়ে বের হতে ছুটছিল। সেই বিশাল ভিড়ের মধ্যে কেউ আমার নিতম্বে স্পর্শ করেছিল।’
বিজ্ঞাপন
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলেন, ‘আমি ডান বা বাম দিকে দেখিনি, শুধু পেছনে থাকা লোকদের ঘুষি মারতে শুরু করলাম। যাকে দেখলাম, তাকেই মারলাম, কারণ আমি খুব রেগে গিয়েছিলাম।’

ডেইজির আচরণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। স্থানীয় এক ব্যক্তি হুমকিও দেন তাকে। অভিনেত্রী বলেন, ‘আমরা যখন সবাই বাইরে এলাম, তখন একজন স্থানীয় আমাকে শাস্তি দেওয়ার হুমকি দিল। আমিও বললাম, হ্যাঁ, দেখাও কী করবে।’
২০১৪ সালে ‘জয় হো’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান ডেইজি। তাকে সবশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিস্ট্রি অব দ্য ট্যাটু’ ছবিতে।

