বাংলা চলচ্চিত্রকে যদি রাজ্য ধরা হয়, তাহলে সেই রাজ্যের রাজা ছিলেন নায়ক রাজ্জাক। আর এ কারণেই জীবদ্দশায় তিনি পেয়েছিলেন ‘নায়করাজ’ উপাধি।
নায়করাজ ২০১৭ সালের ২১ আগস্ট আনন্দলোকের মায়া ত্যাগ করে অনন্তলোকের পথে পাড়ি জমান। আজ তার অষ্টম মৃত্যুবার্ষিকী। তিনি চলে যাওয়ার পর দেশের চলচ্চিত্রাঙ্গনে যে শূন্যতা এখনও পূরণ হয়নি।
বিজ্ঞাপন
বরেণ্য অভিনেতা রাজ্জাকের মৃত্যুদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকগাঁথা লিখে স্মরণ করছেন চলচ্চিত্রের মানুষেরা। সেই তালিকায় আছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে শাকিব নিজের ফেসবুকে রাজ্জাকের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে। শুধুই একজন অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি। আপনার অভিনয়, হাসি চিরকাল বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে, ভালোবাসায়।’
বিজ্ঞাপন
তিনি যোগ করেন, ‘আপনার প্রতি রইলো গভীর শ্রদ্ধা, চিরশান্তিতে থাকুন।’
বলে রাখা ভালো, গতমাসে ব্যক্তিগত সফরে আমেরিকায় গেছেন শাকিব। তাঁর যাওয়ার কিছুদিন পর মার্কিন মুলুকে পাড়ি দেন বুবলী ও শাকিবের ছোট ছেলে। দেশটিতে ছেলে ও প্রাক্তন স্ত্রীকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছেন তিনি।
ইএইচ/

